শ্রেয়সী গঙ্গোপাধ্য়ায়: বিস্ফোরক তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী (Manoranjan Byapari)। "সুবিধাভোগী,. ধান্দাবাজরা আবার দলে ফিরছেন। বিজেপিতে গিয়েও আবার ফিরে আসছেন। মমতা বললে বিধায়ক পদ ছেড়ে দেব।"


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বলাগড়ের তৃণমূল বিধায়ক বলেন, "আমি লেখালিখি জগতের মানুষ। বিজেপিকে রোখার জন্য বিধায়ক হতে হয়েছিল। তখন বিজেপিতে গিয়েছিল এমন ১৫৩ জনকে গুনেছিলাম, এরপর আর গুনতে পারিনি। যারা সুবিধাভোগী, যাঁরা ধান্দাবাজ তাঁরা এটাই করে এসেছে। এটাই তো সত্যি।" এখানেই শেষ নয় বিধায়ক আরও জানান যে, দলীর শীর্ষনেতারা ধন্দাবাজদের নিয়ে সিদ্ধান্ত নেবে। তবে মমতা বন্দ্য়োপাধ্যায় বললে তিনি বিধায়ক পদ ছেড়ে দিতে পারেন।


প্রসঙ্গত, ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে (TMC) ব্যাপক ভাঙন ধরায় বিজেপি (BJP)। নিচের অংশে তো ভাঙন ধরেই, একে একে বহু শীর্ষ নেতা দল ছাড়েন। যদিও নির্বাচনের ফল বেরলে দেখা যায়, তৃণমূলের কোনও বড় ক্ষতিই বিজেপি করতে পারেনি। বরং দিলীপ ঘোষ-শুভেন্দু অধিকারীদের 'ডবল ইঞ্জিন' সরকার গড়ার স্বপ্ন ভঙ্গ হয়েছে। এরপর একে একে তৃণমূলে ফিরেছেন মুকুল রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্ত, অর্জুন সিংয়ের মতো 'দলত্যাগী'রা। 


তবে কি এঁদেরই সুবিধাভোগী, ধান্দাবাজ বললেন মনোরঞ্জন ব্যাপারী (Manoranjan Byapari)? প্রশ্ন রাজনৈতিক মহলে। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)