Kalyan Banerjee: ``আইপ্যাকের ঠেলায় জান বেরিয়ে যাচ্ছে``, সরাসরি তোপ দাগলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
আই প্যাকের জন্যই তৃণমূলের এত লোক বিক্ষুব্ধ হয়ে নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছেন। ফের ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থাকে তোপ দাগলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব প্রতিবেদন: আবারও আইপ্যাককে ( I - PAC ) নিশানা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। রবিবার বলেছিলেন, প্রার্থীদের জেতাতে ময়দানে আইপ্যাককে দেখা যাচ্ছে না, খাটতে হচ্ছে তাঁকেই। সোমবার একধাপ এগিয়ে বললেন, আই প্যাকের জন্যই তৃণমূলের এত লোক বিক্ষুব্ধ হয়ে নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছেন। ফের ভোটকুশলী প্রশান্ত কিশোরের (Prashant Kishor) সংস্থাকে তোপ দাগলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
এদিন পুরভোটের প্রচারে গিয়ে আইপ্যাককে আক্রমণ করেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। তৃণমূল সাংসদের দাবি, ''পিকের সংস্থার জন্যই পুরভোটে এত বিক্ষুব্ধ নির্দল প্রার্থী। কনট্র্যাক্টর দিয়ে দল চলে না।'' তিনি আরও বলেন, এতদিন কাজ করছি, এতদিন সাংসদ রয়েছি। আই প্যাকের রিপোর্ট অনুযায়ী কলকাতার কোনও নেতার সুপারিশে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রার নিয়োগ হয়ে গেল। এখন তাঁরাই নির্দল প্রার্থী হয়ে দলকে সমস্যায় ফেলে দিয়েছে। এতসংখ্যক নির্দলের জন্য আমাদের কালঘাম ছুটে যাচ্ছে।
কুণালের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সিরা যদি সেই সময় দেখতেন, কাদেরকে সদস্য করা হচ্ছে, তবে আজ এই পরিস্থিতি তৈরি হত না। যদিও শাসক দলের আরেক নেতা কুণাল ঘোষের দাবি, দলের এমন বিষয়ে ব্যক্তিগত মতামত প্রকাশ্যে আনা ঠিক নয়। নাম না করে কল্যাণকে বার্তা কুণালের।
প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আই-প্যাককে নিয়ে তৃণমূলের বর্ষীয়ান সাংসদের দ্বন্দ্ব নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল কিছুদিন আগে। প্রকাশ্যে অভিষেকের ডায়মন্ড হারবার মডেলকে কটাক্ষ করা, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কারও নির্দেশ না মানার কথা বলে শিরোনামে এসেছিলেন শ্রীরামপুরের সাংসদ। আই-প্যাকের কার্যকলাপ নিয়েও সমালোচনা শোনা গিয়েছিল তাঁর মুখে। এবারের পুরভোটের প্রচারে বেরিয়েও আই-প্যাককে কটাক্ষ করতে শোনা গেল তাঁর মুখে।
পুরভোটের প্রার্থী তালিকাকে কেন্দ্র করে, ইতিমধ্যেই আইপ্যাকের সঙ্গে শাসকদলের একাংশের দ্বন্দ্ব সামনে এসেছে। আইপ্যাকের ভূমিকা নিয়ে প্রকাশ্যেই প্রশ্ন তুলেছেন অনেকে। এই পরিস্থিতিতে, পিকের সংস্থাকে কল্যাণের একটানা আক্রমণ তাত্পর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।
আরও পড়ুন, Anish Khan Death: "আশঙ্কা পুলিসই খুন করেছে!" আনিসকাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ হাইকোর্টের