শ্রেয়সী গঙ্গোপাধ্য়ায়: দল তাঁর মন্তব্যের দায় নিতে অস্বীকার করেছে। এদিকে কালীকে নিয়ে তাঁর মন্তব্যের জেরে বিতর্ক তুঙ্গে। এরকম এক পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের টুইটার অ্যাকাউন্টকে আনফলো করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কেন তিনি ওই অ্যাকাউন্ট আনফলো করলেন তা এখনও জানা যায়নি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কী বলেছিলেন মহুয়া মৈত্র? একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের এক অনুষ্ঠানে মহুয়া বলেন, কালী তাঁর কাছে এমন একজন দেবী যিনি মাংস খান, মদ গ্রহণ করেন।


সম্প্রতি একটি তথ্যচিত্রের পোস্টারে কালী ধুমপান করছেন বলে দেখানো হয়েছে। এনিয়েই মহুয়াকে প্রশ্ন করা হয়। এনিয়ে মহুয়া আরও বলেন, সিকিমে গেলে দেখবেন কালীকে মানুষ প্রসাদ হিসেবে হুইস্কি দিচ্ছেন। আবার উত্তরপ্রদেশে আপনি যদি ওই কাজ করতে যান তাহলে আপানার বিরুদ্ধে ধর্ম বিরোধিতার অভিযোগ উঠবে। 



এদিকে, মহুয়া ওই মন্তব্য করার পরই তৃণমূল কংগ্রেসের তরফে একটি টুইট করে ওই মন্তব্যের দায় নিয়ে অস্বীকার করা হয়। ওই টুইটে লেখা হয়, মহুয়া মৈত্র দেবী কালী সম্পর্কে যা বলেছেন তা তাঁর ব্যক্তিগত। দল তাঁর ওই মতামতকে সমর্থন করে না। তৃণমূল কংগ্রেস ওই ধরনের মন্তব্যের তীব্র নিন্দা করছে। দলের ওই টুইটের পরই তৃণমূলের টুইটার অ্যাকাউন্টকে আনফলো করেন মহুয়া মৈত্র।


গতকাল তৃণমূল কংগ্রেস তাঁর মন্তব্যের দায় অস্বীকার করে টুইট করার পর মহুয়া লেখেন, সত্যমেব জয়তে। তার পরেই দলের টুইটার হ্যান্ডেল থেকে তিনি সরে যান। তাঁর টুইটার হ্যান্ডেলে দেখা যাচ্ছে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে অবশ্য ফলো করছেন। 


মহুয়ার ওই মন্তব্যের বিরোধিতায় সোচ্চার হয়েছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ বলেছেন, মহুয়ার বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন জায়গায় এফআইআর হয়েছে। পুলিসকে দশ দিন  সময় দিলাম। পুলিস যদি ওই এফআইআরের উপরে ভিত্তি করে কোনও পদক্ষেপ না নেয় তাহলে আমরা উচ্চ আদালতে যাব।


আরও পড়ুন-জেনারেল ওয়ার্ডে কোভিড রোগী! আতঙ্কে মাঝরাতে স্যালাইন হাতেই ওয়ার্ডের বাইরে অন্যরা


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)