Shantanu Sen: মেধাবী মেয়ের যোগ্যতা নিয়ে মিথ্যাচার! সুকান্তকে আইনি নোটিস শান্তনুর
শান্তনু সেনের মেয়ে ডাক্তারি পড়ছেন। সুকান্ত মজুমদার প্রশ্ন তোলেন, `নিট পাস না করেই কীভাবে MBBS-এ ভর্তি হলেন`? শান্তনু সেন জানান, `প্রতিবছর ফার্স্ট হয়েছে। একবারেই নিট পাস করেছে।`
প্রবীর চক্রবর্তী: সুকান্তকে আইনি নোটিস শান্তনুর। ক্ষমা না চাইলে মানহানি মামলা করারও হুঁশিয়ারি দিলেন তৃণমূল সাংসদ। শান্তনু সেনের মেয়ের নাম জড়িয়ে টুইট করেন সুকান্ত মজুমদার। শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে টুইট করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি। পালটা এবার সুকান্ত মজুমদারকে আইনি নোটিস পাঠালেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। সাংসদের মেয়ে কী করে আরজিকরে মেডিক্যাল পড়ার সুযোগ পেলেন? তা নিয়ে প্রশ্ন তোলেন সুকান্ত মজুমজদার। যার পালটা তাঁর মেধাবী মেয়ের বিরুদ্ধে মিথ্যাচার চালানোর অভিযোগ তুলেছেন শান্তনু সেন। সেই অভিযোগেই এবার আইনজীবী মারফত বিজেপি রাজ্য সভাপতিকে আইনি নোটিস ধরালেন তৃণমূল সাংসদ।
শান্তনু সেনের মেয়ে ডাক্তারি পড়ছেন। যার পরিপ্রেক্ষিতে তৃণমূল সাংসদ শান্তনু সেনকে নিশানা করে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রশ্ন তোলেন, 'নিট পাস না করেই কীভাবে MBBS-এ ভর্তি হলেন'? সুকান্ত মজুমদার অভিযোগ করেন, ২০২০ সালে NEET পাস না করেই MBBS-এ ভর্তি হন তৃণমূলের রাজ্য সভাপতি সাংসদ শান্তনু সেনের মেয়ে সৌমিলি সেন। এমনকি, ভর্তির ফর্মে সাংসদ হিসেবে বাবা শান্তনু সেন যে ভাতা পান, সেকথাও নাকি উল্লেখ করেননি! বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের এহেন দাবির সামনে চুপ করে থাকেননি তৃণমূল সাংসদ শান্তনু সেনও। তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলনে মেয়ের নিট পাসের সার্টিফিকেট নিয়ে হাজির হন তিনি। হাতে মেয়ের সার্টিফিকেট নিয়ে সুকান্ত মজুমদারকে কড়া জবাব শান্তনু সেন। জানান, 'প্রতিবছর ফার্স্ট হয়েছে। একবারেই নিট পাস করেছে।'
পাশাপাশি আরও বলেন, 'আমি এখনও নিয়মিত প্র্যাকটিস করি। একজন Consultant Radiology প্র্যাকটিশনারের মাসে কত রোজগার হতে পারে, বাজার থেকে জেনে নেবেন। আমার স্ত্রী চক্ষু বিশেষজ্ঞ। এখনও নিয়মিত চোখের অপারেশন করে, রোগী দেখে। একজন চক্ষু বিশেষজ্ঞের কত রোজগার হতে পারে, দেখে নেবেন। আমরা বুক ফুলিয়ে প্র্যাকটিস করি, নীতি নিয়ে রাজনীতি করি। আমার যা আছে, সব সংসদের হলফনামা দেখানো আছে। যে কেউ যখন ইচ্ছা দেখে নিতে পারেন, জেনে নিতে পারেন।'
আরও পড়ুন, বিধানসভায় 'গল্প'? স্পিকারের কাছে জোর ধমক খেলেন হুমায়ুন কবীর!
প্রসঙ্গত, ডাক্তারিতে রাজ্যস্তরের জয়েন্ট এখন আর নেই। যাঁরা MBBS-এ ভর্তি হতে চান, তাঁদের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় (NEET) বসতে হয়। সেই পরীক্ষায় পাস করলে, তবেই ডাক্তারি পড়ার সুযোগ পাওয়া যায়। রাজ্যসভার তৃণমূল সাংসদ শান্তনু সেন পেশায় চিকিৎসক। MBBS-এ ভর্তি হয়েছেন মেয়ে সৌমিলিও।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)