নিজস্ব প্রতিবেদন:  'সিপিএমের আমলে নন্দীগ্রামে, সিঙ্গুরে আন্দোলন হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আমলে কৃষকদের কোনও আন্দোলন দেখেছেন?' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) পাল্টা প্রশ্ন করলেন তৃণমূল (TMC) সাংসদ সৌগত রায় (Sougata Roy)। প্রধানমন্ত্রী কৃষক যোজনায় বঞ্চনা প্রসঙ্গে তাঁর চাঁচাছোলা প্রতিক্রিয়া, 'রাজ্য সরকারের কাছে টাকা পাঠিয়ে দিন। পরের দিন থেকেই ডিস্ট্রিবিশন শুরু হয়ে যাবে।'  দিদিকে কেন টাকা দেব?', প্রশ্ন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়-এর (Kailash Vijayvargiya)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Left-Congress জোটে সিলমোহর হাইকম্যান্ডের, স্বাগত জানালেন Sujan


বিধানভোটের মুখে নজরে কৃষকরা। নয়া কৃষি আইন বাতিলের দাবিতে একমাস ধরে তাঁদের অবস্থান বিক্ষোভ চলছে দিল্লি-হরিয়ানা সীমান্তে। অচলাবস্থা কি কাটবে? শুক্রবার আন্দোলনরত কৃষকদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। কৃষকদের কথা, কৃষক বিক্ষোভে কথা বলতে মূলত পশ্চিমবঙ্গ (West Bengal) ও কেরলকে (Kerala) নিশানা করলেন প্রধানমন্ত্রী। তবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রতি আক্রমণের ঝাঁঝটাই ছিল বেশি। অভিযোগ করলেন,'প্রধানমন্ত্রী কৃষক যোজনার সুবিধা দেশ জুড়ে সমস্ত কৃষকেরা পাচ্ছেন, পাচ্ছেন না শুধু পশ্চিমবঙ্গের কৃষকেরা। এবং সেটা পাচ্ছেন না সম্পূর্ণ রাজনৈতিক কারণে। পশ্চিমবঙ্গে লাখ লাখ কৃষক কেন্দ্রীয় সরকারের এই সুবিধা পাচ্ছেন না। পেতে দিচ্ছে না বাংলার সরকার। অথচ সেই সরকারই বাংলা থেকে দিল্লি এসে কৃষকদের আন্দোলনকে সমর্থন জানাচ্ছে!'  প্রধানমন্ত্রীর (PM Modi) বার্তা খুব স্পষ্ট, 'কৃষক সম্মান নিধি নিয়ে রাজনীতি করছে বাংলার সরকার। কৃষকদের সঙ্গে ছবি তুলে ইভেন্ট ম্য়ানেজমেন্ট সেরে ফেলছে, কিন্তু কৃষকদের দুঃখ নিয়ে ভাবিত নয় এই সরকার।' মুখ্যমন্ত্রীর হয়ে মোদীকে জবাবটা দিলেন তৃণমূল (TMC) সাংসদ সৌগত রায় (Sougata Roy)।


এদিন নিজের বাড়িতে সাংবাদিক সম্মেলন তিনি বলেন, 'তৃণমূল (TMC) জমানায় বাংলায় কৃষকদের আয় তিনগুণ বেড়েছে। কৃষকদের কোনও অভিযোগ নেই, কৃষকরা ভালো আছেন।' প্রধানমন্ত্রীর কৃষক যোজনার টাকা কৃষকরা পাচ্ছেন না কেন? দমদমের সাংসদ সাফ কথা, 'মোদী (Narendra Modi)  যা বলেছেন, তা সম্পর্ণ মিথ্যা। কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়ে বলা হয়েছিল, রাজ্য সরকারের মাধ্যমে টাকা দাও। কিন্তু সরাসরি কৃষকদের টাকা দিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে মোদী সরকার। বাংলার কৃষকরা যদি কেন্দ্রের কৃষক যোজনার টাকা থেকে বঞ্চিত হন, তাহলে তার দায় মোদীর।'


আরও পড়ুন: রাতের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, বরাহনগরে পুড়ে ছাই প্লাস্টিকের গুদাম


এদিকে মুখ্যমন্ত্রীকে আক্রমণের জবাবে যখন কড়া প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল (TMC), তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে সুর চড়িয়েছে বঙ্গ বিজেপিও (BJP)। দলের নেতার কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya) বলেন, 'দিদি বলছেন, আগে আমার কাছে টাকা পাঠাও। কেন পাঠাব? ওখান থেকে কাটমানি নেবে। সারা দেশে কৃষকদের সরাসরি টাকা দিচ্ছেন প্রধানমন্ত্রী। বাংলার ক্ষেত্রে কেন ব্যতিক্রম ঘটবে? বিজেপি ক্ষমতায় এলে, কৃষকদের পুরনো বকেয়া প্রাপ্য টাকাও মিটিয়ে দেওয়া হবে।'