TMC: রাজ্যের মতোই এবার `দিল্লিতে পরিবর্তনে`র ডাক তৃণমূলের!
২৪-র আগে বিরোধী ঐক্য়ে শান। নীতীশ কুমারের ডাকে ১৯ জুন পাটনায় বৈঠকে বসছেন বিরোধীরা।
প্রবীর চক্রবর্তী: বছর ঘুরলেই লোকসভা ভোট। বিহারের মু্খ্যমন্ত্রী নীতীশ কুমারের ডাকে যখন পাটনায় বৈঠকে বসছে বিরোধীরা, তখন 'দিল্লিতে পরিবর্তনে'র ডাক দিল তৃণমূল। কীভাবে? পোস্টার দেওয়া হল সোশ্যাল মিডিয়ায়। 'হাজার মলমেরও তো পোস্টার পড়ে', কটাক্ষ বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের।
২৪-র আগে বিরোধী ঐক্য়ে শান। এপ্রিলের শেষের দিকে কলকাতায় এসেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সঙ্গে তেজস্বী যাদবও। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। বৈঠক শেষে মমতা বলেছিলেন, 'আমি নীতীশজিকে বলেছি, যদি আমরা এক হয়ে লড়তে পারি তাহলে বিজেপিকে হারানো সম্ভব। মিডিয়ার সাহায্যে ন্যারোটিভ বানিয়ে বানিয়ে বিজেপি অনেক বড় হিরো হয়ে গিয়েছে। আমরা তো চাই বিজেপিকে জিরো বানাতে'।
আরও পড়ুন: 'ভোগ করেছেন সবই', কীসের 'টানে' পার্থর কুকীর্তিতে জড়ান অর্পিতা? আদালতে ফাঁস করল ইডি!
এদিকে কলকাতায় মমতা-নীতীশ বৈঠকের পর বিরোধী জোটের সলতে পাকানোর কাজ শুরু হয়ে গিয়েছে। পাটনায় বিরোধী দলগুলির বৈঠক ডেকেছেন নীতীশ কুমার। কবে? ১২ জুন। আর সেই বৈঠকে আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিল তৃণমূল।