মিড মিলে আধার কার্ড বাধ্যতামূলক, প্রতিবাদে পথে নামছে তৃণমূল
মিড মিলে আধার কার্ড বাধ্যতামূলক করেছে কেন্দ্র। প্রতিবাদে রাস্তায় নামছে তৃণমূল কংগ্রেস। আগামিকাল সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানি রাসমনি রোড পর্যন্ত মিছিল করবেন দলের মহিলা সদস্যরা। বাজেট অধিবেশনের দ্বিতীয় দফায় সংসদেও এনিয়ে সোচ্চার হবে তৃণমূল কংগ্রেস। মিড ডে মিলেও এবার বাধ্যতামূলক আধার কার্ড। নয়া ফরমান কেন্দ্রের। মিড ডে মিল পেতে গেলে পড়ুয়াদের আধার কার্ড থাকতেই হবে। এমনকি মিড মিল রান্না যাঁরা করবেন আধার থাকতে হবে তাঁদেরও। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের নয়া এই ঘোষণার বিরোধিতায় শনিবারই টুইট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিমোর পর এবার পালা দলের। নোটবন্দির পর এবার কেন্দ্রের বিরোধিতায় মিড মিল ইস্যুকে হাতিয়ার করছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী টুইটের রেশ ধরে রাস্তায় নামছেন তৃণমূলের মহিলা সমর্থকেরা।
ওয়েব ডেস্ক: মিড মিলে আধার কার্ড বাধ্যতামূলক করেছে কেন্দ্র। প্রতিবাদে রাস্তায় নামছে তৃণমূল কংগ্রেস। আগামিকাল সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানি রাসমনি রোড পর্যন্ত মিছিল করবেন দলের মহিলা সদস্যরা। বাজেট অধিবেশনের দ্বিতীয় দফায় সংসদেও এনিয়ে সোচ্চার হবে তৃণমূল কংগ্রেস। মিড ডে মিলেও এবার বাধ্যতামূলক আধার কার্ড। নয়া ফরমান কেন্দ্রের। মিড ডে মিল পেতে গেলে পড়ুয়াদের আধার কার্ড থাকতেই হবে। এমনকি মিড মিল রান্না যাঁরা করবেন আধার থাকতে হবে তাঁদেরও। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের নয়া এই ঘোষণার বিরোধিতায় শনিবারই টুইট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিমোর পর এবার পালা দলের। নোটবন্দির পর এবার কেন্দ্রের বিরোধিতায় মিড মিল ইস্যুকে হাতিয়ার করছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী টুইটের রেশ ধরে রাস্তায় নামছেন তৃণমূলের মহিলা সমর্থকেরা।
আরও পড়ুন পোষ্যদের জন্য কবরস্থান, সরকারি উদ্যোগে খুশি রাজ্যের পশুপ্রেমিরা
মিড ডে মিলে আধার কার্ড বাধ্যতামূলক করার প্রতিবাদে সোমবার পথে তৃণমূল কংগ্রেস।সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল যাবে রানি রাসমনি রোড পর্যন্ত। বাজেট অধিবেশনেও সংসদে বিষয়টি তুলবে তৃণমূল কংগ্রেস।নোটবন্দির পর এবার মিড মিলে আধার। মোদীর নীতির বিরোধিতায় ফের একবার অল আউট যেতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহল বলছে, দিদির ফোকাস ১১ মার্চ। ওইদিনই উত্তরপ্রদেশ ভোটের ফলপ্রকাশ। যা ঠিক করে দেবে ২০১৯-এ দিল্লি তখতের ভবিষ্যত দাবিদার। সেইদিকে নজর রেখেই কি মোদী বিরোধিতার সুর আরও চড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? প্রশ্ন ঘুরছে দিল্লির রাজনৈতিক মহলে।