জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: সংসদে হামলা! কীভাবে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহের ইস্তফার দাবি তুলল তৃণমূল। দলের মুখপাত্র কুণাল বললেন, 'দেশের নিরাপত্তা বিঘ্নিত। আমরা উদ্বিগ্ন'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  Suvendu Adhikari: রাজ্যসভায় সাসপেন্ড তৃণমূলের ডেরেক ও'ব্রায়েন; 'দেখ কেমন লাগে', কটাক্ষ শুভেন্দুর..


প্রশ্নের মুখে সংসদের নিরাপত্তা। কেন্দ্রের বিরুদ্ধে সরব বিরোধীরা। লোকসভা ও রাজ্যসভায় তুমুল হইহট্টগোল। মহুয়া মৈত্রকে বহিষ্কারের পর এবার সাসপেন্ড ১৫ সাংসদ! তাঁদের মধ্যে ১৪ জনই লোকসভা, আর ১ জন রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন।


এদিন রাজ্যসভায় ওয়েলে নেমে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিরোধী সাংসদ। তখন চেয়ারম্যান জগদীপ ধানখড়ের সঙ্গে রীতিমতো তর্কাতর্কি জড়িয়ে পড়েন ডেরেক। তাঁকে প্রথমে কক্ষত্যাগের নির্দেশ দেন রাজ্যসভার চেয়ারম্যান। এরপরই গোটা শীতকালীন অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয় তৃণমূল সাংসদকে।


মন্ত্রী শশী পাঁজা বলেন, 'মহুয়া মৈত্রের বিরুদ্ধে যে অভিযোগ, সেটা এখনও প্রমাণ হয়নি। কিন্তু গতকাল একেবারেই প্রমাণিত, সংসদের মতো একটি জায়গা যেখানে সবচেয়ে বেশি নিরাপত্তার ব্য়বস্থা থাকবে। সেখানে কত সহজে চারজন বাইরে এবং দু'জন ভিতরে প্রবেশও করে গেল!  এই দু'জন ভিজিটার, যাঁরা এল,  তাঁকে পাস দিলেন কে? বিজেপি সাংসদ প্রতাপ সিমহা, তিনি কর্নাটক থেকে নির্বাচিত, মাইসুরুর'।


তাঁর আরও বক্তব্য, 'পাস দেওয়া হচ্ছে, পরিষ্কার লেখা থাকে নাম, যে ঢুকছে এবং তাঁকে আমি চিনি, সই ছিল বিজেপি সাংসদের। তিনি বলছেন, আমি তাদেরকে চিনি। তাহলে যদি তাদের চেনেন, আর আপনি হচ্ছেন যেখানে আইন প্রণয়ন হয়, সেখানে নির্বাচিত একজন সাংসদ। দায়িত্ব নিয়ে কাজ করতে হয়। কিন্তু গতকাল আপনি যে পাসগুলি দিয়েছেন, তারা যে তাণ্ডব করল লোকসভাতে। তাহলে দায়িত্বজ্ঞানহীনতার জন্য ভারতীয় জনতা পার্টির এই সাংসদ তাঁকে কেন বহিষ্কার করা হবে না? কারণ, এটা জাতীয় নিরাপত্তার প্রশ্ন'।


এদিকে সংসদের নিরাপত্তা লঙঘনে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত ৪ যুবককেই গ্রেফতার করেছে দিল্লি পুলিসের স্পেশাল সেল। ধৃতদের ৭ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিল আদালত। 


আরও পড়ুন:  Parliament Attack: সংসদ হামলায় নকশাল যোগ? অভিযুক্ত সাগর শর্মার পরিবারকে জিজ্ঞাসাবাদ ATS-এর...



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)