জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তৃণমূলের ছাত্র ও যুব সংগঠনে এবার রদবদল? 'আমার কথাই শেষ কথা', বিধানসভায় পরিষদীয় দলের বৈঠকে শৃঙ্খলারক্ষায় কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, 'কোনও সমস্য়া থাকলে ববি হাকিম, অরূপ বিশ্বাস, সুব্রত বক্সিদের জানাবেন। তাঁদের মারফত্‍ আমি জেনে যাব'। সূত্রের খবর তেমনই। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Mamata Banerjee: 'কারও ভয়ে আপস করলে, তাঁর চাকরি আগে খাব', পিএইচএ-র বৈঠকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর!


আরজি কর কাণ্ডে পর এই প্রথম। আজ, বিধানসভা নৌশাদ হলে তৃণমূলের বিধায়কদের সঙ্গে বৈঠক করলেন দলনেত্রী মমতা। সূত্রের খবর, বৈঠকে তিনি বলেন, 'দলের চেয়ারপার্সন আমি,আমার কথাই শেষ কথা। আমিই নির্দেশ দেব, কোনও প্রয়োজন হলে আমাকে বলবেন। ববি হাকিম, অরূপ বিশ্বাস, সুব্রত বক্সিদের জানাবেন। তাঁদের মারফত্‍ আমি জেনে যাব। আমার পরিবার বলতে কিছু নেই, জনগণই আমার পরিবার। শৃঙ্খলা মেনে চলতে হবে, না শুনলেই ব্যবস্থা'।  বিধায়ক নারায়ণ গোস্বামীকে 'ধমক'-ও দেন তৃণমূলনেত্রী। তাঁর নাম করে বিধায়কদের উদ্দেশ্যে বলেন, 'নিজের এলাকায় কাজ করুন, অন্যের এলাকা নাক গলাবেন না'।



আরও পড়ুন:  Mamata Banerjee: 'শান্তিরক্ষা বাহিনী পাঠানো হোক', বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রের হস্তক্ষেপের দাবি মমতার!


এদিকে সংঘাতের পুরনাবৃত্তি নয়। এদিন বিধানসভায় এসে ৬ কেন্দ্রে উপনির্বাচনে জয়ী প্রার্থীদের শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিধায়করা এখন সাংসদ। চব্বিশের লোকসভা ভোটের ফলে উপনির্বাচন হয়েছে কোচবিহারের সিতাই, আলিপুরদুয়ারের মাদারিহাট, উত্তর ২৪ পরগনার নৈহাটি ও হাড়োয়ায়। সঙ্গে মেদিনীপুর ও বাঁকুড়ার তালড্যাংরায়। ৬ আসনেই জিতেছে তৃণমূল।


এর আগে, বরানগর ও ভগবানগোলার উপনির্বাচনে জয়ী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকারের শপথ গ্রহণকে কেন্দ্র করে রাজভবন ও বিধানসভা মধ্যে সংঘাত চরমে পৌঁছেছিল। শেষপর্যন্ত ফল ঘোষণার একমাস পর, বিধানসভাতেই ওই দুই জয়ী প্রার্থীকে শপথ বাক্য পাঠ করান স্পিকারই।  রাজ্যপাল অবশ্য  ডেপুটি স্পিকার আশিষ বন্দ্যোপাধ্যায়কে শপথ গ্রহণ করানোর দায়িত্ব দিয়েছিলেন।


এদিকে চব্বিশে লোকসভা ভোটের সঙ্গে উপনির্বাচন হয়েছিল রাজ্যের আরও ৪ কেন্দ্রে। য়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও কলকাতার মানিকতলা। সবকটি আসনেই জিতেছিল তৃণমূল। সেবার রাজ্যপালকে ছাড়াই বিধানসভায় জয়ী ৪ প্রার্থীকে শপথবাক্য পাঠ করিয়েছিলেন স্পিকার।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)