পিয়ালী মিত্র ও শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: আরও অস্বস্তিতে রাজ্য়পাল। 'শ্লীলতাহানি' কাণ্ডের মধ্যেই যখন সিভি আনন্দ বোসের বিরুদ্ধে 'ধর্ষণে'র রিপোর্ট জমা পড়ল নবান্নে, তখন রাজ্যপালের পদত্যাগের দাবিতে এবার পথে নামছে তৃণমূল শিক্ষা সেল। রাজভবন অভিযানে ডাক দেওয়া হল আগামী ১৭ মে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  Abhijit Ganguly: খুনের মামলায় বিচার চান বিজেপির অভিজিৎ, শুনতে রাজি নন বিচারপতি সেনগুপ্ত!


লালবাজার সূত্রে খবর, যিনি অভিযোগ করেছেন, তিনি নৃত্যশিল্পী। স্বামী বিদেশে থাকেন। তাঁর সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা চলছে। ওই মহিলার দাবি, বিদেশমন্ত্রকের এক অফিসারের সঙ্গে আলাপ করিয়ে দেওয়ার জন্য় তাঁকে দিল্লিতে নিয়ে যান রাজ্যপাল। হোটেলের রুম বুক করে দিয়েছিলেন রাজ্যপালের ভাইপো। তিনি বেঙ্গালুরুর বাসিন্দা।


এদিকে দিল্লিতে গিয়ে রাজ্যপাল নিজে অবশ্য ওঠেছিলেন বঙ্গভবনে। এরপর কোনও নিরাপত্তারক্ষী ছাড়াই হোটেলে ওই মহিলার সঙ্গে দেখা করেন যান তিনি। তখনই নাকি ওই মহিলাকে ধর্ষণ করা হয়! কবে? গত বছরের জানুয়ারিতে। এরপর অক্টোবরে রিপোর্ট জমা পড়ে নবান্নে। নবান্নের নির্দেশে অনুসন্ধানে নামে কলকাতা পুলিস। অনুসন্ধান শেষ। দিন কয়েক আগে পুলিস কমিশনাকে রিপোর্ট দিয়েছেন অনুসন্ধানের দায়িত্বপ্রাপ্ত ডিসি পদমর্যাদার  পুলিস আধিকারিকরা। শুক্রবার সেই রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয় পাঠিয়ে দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য়সচিবকে।



আরও পড়ুন:  Digital Arrest: ডিজিটাল অ্যারেস্ট, সতর্ক হোন এভাবেই লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা


এর আগে, চলতি মাসেই রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন রাজভবনের এক মহিলা কর্মী। কিন্তু রাজ্যপাল সাংবিধানিক  পদাধিকারী। ফলে শ্লীলতাহানির অভিযোগে FIR দায়ের করতে পারেনি পুলিস। তবে কবে ঠিক কী ঘটেছে? কেনই-বা ওই মহিলার অভিযোগ করছেন? তা জানতে রাজভবনের সিসিটিভি ফুটেজ চেয়ে চিঠি দিয়েছিল লালবাজার।


চুপ করে থাকেনি রাজ্য়পালও। 'রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর পুলিস'কে নয়, রাজ্যের সাধারণ মানুষকে রাজভবনের সিসিটিভি ফুটেজ দেখানোর সিদ্ধান্ত নেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেইমতো দুটি ফুটেজ দেখানোও হয়। 


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)