নিজস্ব প্রতিবেদন: ত্রিপুরার উপনির্বাচনে খালি হাতে ফিরেছে তৃণমূল কংগ্রেস (TMC)। চারটি আসনেই তৃণমূল প্রার্থীদের জামানত জব্দ হয়েছে। কিন্তু এরপরেও ২০২৩ সালে ত্রিপুরায় সরকার গড়ার স্বপ্ন দেখছে তৃণমূল কংগ্রেস। সরাসরি বিজেপিকে (BJP) আক্রমণ শানালেন শাসকদলের 'সেনাপতি' অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবার ফলাফল বের হওয়ার পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, " যেভাবে ভোটের নামে লুটপাট গুন্ডামি, রাহাজানি হয়েছে, তা সকলে দেখেছি। আজকের রায় মানুষের প্রকৃত রায়ের প্রতিফলন নয়। কিন্তু গণতন্ত্রে গণদেবতাই আসল। তাই তাঁদের রায় শিরধার্য। যতদিন না ত্রিপুরায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হচ্ছে, তৃণমূল ততদিন এক ছটাক জমিও ছাড়বে না। আমরা লড়াই করতে বদ্ধপরিকর। আমরা যে মানসিকতা নিয়ে শুরু করেছিলাম। সেই মানসিকতা নিয়েই লড়ব।"


তৃণমূলকে পাল্টা তোপ দেগে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "আমরা আগেই বলেছিলাম ত্রিপুরায় তৃণমূল চিয়ার লিডারের ভূমিকা পালন করতে পারে। গরম গরম কথা বলে বাজার গরমের চেষ্টা করেছে। পশ্চিমবঙ্গে ভোট লুট, ত্রিপুরাতে হেরে ভূত।"


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)