ওয়েব ডেস্ক: নোটকাণ্ডে এবার কী রণনীতি? সেই কৌশল স্থির করতেই আজ বিকেলে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই রাজ্যে তিন দিনের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে তৃণমূল। তেইশে নভেম্বর বুধবার কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের মিছিল। চব্বিশে রাজ্যের সব জেলায় ও পঁচিশ তারিখ সব ব্লকে প্রতিবাদ কর্মসূচি পালন করবে তৃণমূল। তবে আজকের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী আরও বৃহত্তর কোনও কর্মসূচি ঘোষণা করেন কিনা, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।


আরও পড়ুন- "ঘর ঘর মে শোর হ্যায়, আমজনতা রো রাহা হ্যায়", শহরে ঝটিটি সফর মুখ্যমন্ত্রীর


প্রসঙ্গত, মোদী নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করতেই উষ্মা প্রকাশ করেন মমতা। পরবর্তী কালে মানুষের 'হয়রানি'র প্রতিবাদ করতে উচ্চস্বরে প্রতিবাদ করেন তৃণমূল সুপ্রিমো, ছুটে যান দিল্লিতে হানা দেন দিল্লি ও কলকাতার বিজার্ভ ব্যাঙ্কের অফিসে।


আরও পড়ুন- নোট সমস্যার সমাধান এভাবেই বাতলে দিলেন মমতা ব্যানার্জি