নিজস্ব প্রতিবেদন:  আয়ু বাড়াতে রাজ্যের সব উড়ালপুল থেকে ট্রাম লাইন তুলে ফেলার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজ্যে নতুন করে তৈরি হওয়া উড়ালপুলগুলিতে আর ট্রামলাইন বসবে না। টালা ব্রিজ, মাঝেরহাট উড়ালপুলে ট্রাম লাইন ছিল। দুটিই নতুন করে তৈরি হচ্ছে। এই দুটিতেই আর ট্রামলাইন বসবে না সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।  
 
সেই সঙ্গে বর্তমানে যেসব উড়ালপুলে ট্রাম লাইন আছে তা তুলে দেওয়া হবে। বর্তমানে কালীঘাট ব্রিজ , শিয়ালদা উড়ালপুল , অরবিন্দ সেতুতে ট্রাম লাইন আছে, যা তোলা হবে। বেলগাছিয়া ব্রিজ থেকে ইতিমধ্যে  ট্রাম লাইন তোলার কাজ শুরু হয়ে গেছে।


স্বাস্থ্য পরীক্ষার পর বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন, ট্রাম লাইন থাকার জন্য ব্রিজের ওপর চাপ বাড়ছে। ব্রিজের ভারবহন ক্ষমতা কমে যাচ্ছে। মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার এটা একটা অন্যতম কারণ ছিল। ট্রাম লাইনের উপরে অনেক জায়গায় পিচের আস্তরণ দেওয়া হয়। যাতে ব্রিজের ভার আরো বেড়ে যায়।

আরও পড়ুন: রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ১০০০ ছুঁইছুঁই, জেনে নিন আপনার এলাকার পরিস্থিতি


তাই পূর্ত দফতর এবং কেএমডিএ সিদ্ধান্ত নিয়েছে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী কোন ব্রিজ বা উড়ালপুলে ট্রাম লাইন রাখবে না। আর নতুন যেসব ব্রিজ তৈরি হচ্ছে সেখানে নতুন করে ট্রাম লাইন বসানো হবে না। শুধুমাত্র মাটির উপরেই থাকবে ট্রাম লাইন। এর ফলে কিছু রুটে ট্রাম চলাচল বিঘ্নিত হবে।