নিজস্ব প্রতিবেদন: ভুয়ো ভোটার রুখতে কমিশনের তত্পরতা দাবি করেছিল বিরোধীরা। এবার সাপ্লিমেন্টারি তালিকা দেবে কমিশন। সব স্বীকৃত রাজনৈতিক দলকে বিনামূল্যে তালিকা দেবে কমিশন। মনোনয়ন প্রত্যাহারের ৩ দিন আগেই রাজনৈতিক দলগুলি এই তালিকা পাবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 




ভোটের আগে ভুয়ো ভোটার, মৃত ভোটারদের নাম বাদ দিয়ে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে কমিশন। ১৪ জানুয়ারি ভোটার তালিকা প্রকাশের পর ফের নাম তোলার সুযোগ দেওয়া হয়।
 বিরোধীদের দাবি ছিল, ভুয়ো ভোটারদের চিহ্নিত করতে আরও তত্পর হোক কমিশন। ১০ মার্চ ভোটের দিন ঘোষনার পর নাম বাদ দেওয়া ও ভুল সংশোধন বন্ধ করে দেয় কমিশন। এবার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে।


জয়ন্ত রায়ের বদলে দীপেন প্রামাণিক, জলপাইগুড়িতে প্রার্থী জট কাটাতে বিকল্প পথে হাঁটল বিজেপি
 প্রতিটি স্বীকৃত দলকে বিনামূল্যে এই তালিকা তুলে দেবে কমিশন। মনোনয়ন তুলে নেওয়ার তিন দিন আগে রাজনৈতিক দলগুলি এই তালিকা পাবে।