ওয়েব ডেস্ক: আজ কলকাতা হাইকোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে শপথ নিচ্ছেন গিরিশ গুপ্ত। মঞ্জুলা চেল্লুর বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব নিয়েছেন। তাঁর জায়গায় দায়িত্ব সামলাচ্ছিলেন বিচারপতি গিরিশ গুপ্ত।


কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব নিতে না নিতেই এরই মধ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হওয়ার ডাক পাচ্ছেন তিনি। কিন্তু নিয়মানুযায়ী দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি হতে গেলে, আগে কোনও না কোনও হাইকোর্টের প্রধান বিচারপতি হতে হয়। যদিও মহিলা বিচারপতিদের ক্ষেত্রে নিয়মের ব্যতিক্রম রয়েছে। গিরিশ গুপ্ত সুপ্রিম কোর্টে গেলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হতে পারেন নিশীথা মাত্রে।