ওয়েব ডেস্ক: আজ জেসপ কর্তা পবন রুইয়াকে বারাকপুর আদালতে তোলা হবে। গতকাল দুপুরে তাঁকে দিল্লির হজরত নিজামুদ্দিন এলাকার সুন্দরনগরের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। বরাত পেয়েও রেলের রেক তৈরি না করা। রেলের প্রায় পঞ্চাশ কোটির যন্ত্রাংশ লোপাট করা। এনিয়ে মামলা দায়ের হয়েছে রুইয়ার বিরুদ্ধে। রাতেই রুইয়াকে কলকাতায় আনা হয়। আজ আদালতে পবন রুইয়াকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে CID।


আরও পড়ুন- আন্দামান ছেড়ে ঘুর্ণিঝড় ভরদা- অন্ধ্রপ্রদেশের দিকে


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এর পাশাপাশি, জেশপ কারখানায় গত অক্টোবরেই দু দুবার আগুন লাগে। চুরি যায় প্রচুর যন্ত্রাংশ। মুখ্যমন্ত্রীর নির্দেশে তদন্তের ভার নেয় CID। ফরেন্সিক রিপোর্ট জানিয়ে দেয় অগ্নিকাণ্ড আসলে অন্তর্ঘাত। জেসপ কর্তা পবন রুইয়াকে তলব করে সিআইডি। হাইকোর্ট বলে রুইয়ার বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপও নেওয়া যাবে না। তদন্তে সহযোগিতা করতে হবে পবন রুইয়াকে। এর পরেও তিন-তিন বার সিআইডির তলবে হাজিরা দেননি রুইয়া।


আরও পড়ুন- সংসদে বলতে চান, কিন্তু বলতে দেওয়া হচ্ছে না, অভিযোগ করলেন নরেন্দ্র