Train Service: `খবরটি সত্য নয়`, শনি ও রবিবার শিয়ালদহে লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক!
সপ্তাহান্তে রেলপথে ভোগান্তি। খবর ছড়িয়েছিল, লাইন মেরামতি এবং রক্ষণাবেক্ষণের কাজ চলবে আগামী শনি এবং রবিবার। সেকারণেই ২০ ও ২১ জুলাই শিয়ালদহ মেইন শাখার একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে। শুধু তাই নয়, দুরপাল্লা বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ বদলে দেওয়া হয়েছে। সঙ্গে কয়েকটি ট্রেনের সময়সূচিও।
শ্রেয়সী গঙ্গোপাধ্য়ায়: 'খবরটি সত্য নয়'। অন্য শনি ও রবিবার শিয়ালদহে ট্রেন পরিষেবা যেমন থাকে, আগামী শনিবার ও রবিবারও তেমনই থাকবে। জানিয়ে দিলেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।
আরও পড়ুন: Class V in Primary: রাজ্যের স্কুল শিক্ষাব্যবস্থায় আমূল বদল! এবার থেকে প্রাইমারিতেই ক্লাস ফাইভ...
সপ্তাহান্তে রেলপথে ভোগান্তি। খবর ছড়িয়েছিল, লাইন মেরামতি এবং রক্ষণাবেক্ষণের কাজ চলবে আগামী শনি এবং রবিবার। সেকারণেই ২০ ও ২১ জুলাই শিয়ালদহ মেইন শাখার একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে। শুধু তাই নয়, দুরপাল্লা বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ বদলে দেওয়া হয়েছে। সঙ্গে কয়েকটি ট্রেনের সময়সূচিও।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, 'আমরা কিছু কিছু জায়গা থেকে খবর পাচ্ছি যে, শনিবার অর্থাত্ ২০ তারিখ ও ২১ তারিখ জুলাই শিয়ালদহ ডিভিশনে কিছু কিছু ট্রেন বাতিল হয়েছে। একটা ব্লক নেওয়ার দরকার হয়েছিল। ফলে এরকম একটা খবর রটে গিয়েছিল। খবরটা সত্য নয়। শিয়ালদহ ডিভিশনে কোন ট্রেন ২০ এবং ২১ জুলাই বাতিল হচ্ছে না। শনি ও রবিবার যেমন পরিষেবা থাকে, তেমনি থাকবে'।
এদিকে আগামী রবিবার ২১ জুলাই। সেদিন ট্রেন বাতিলের খবরে চক্রান্তের অভিযোগ করেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এক্স হ্যান্ডেল তিনি লেখেন, 'রবিবার ২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের সমাবেশে বিঘ্ন ঘটাতে পরের পর ট্রেন বাতিলের খবর আসছে। তালিকা দীর্ঘ। এই চক্রান্তের তীব্র নিন্দা করছি। এভাবে তৃণমূলকে থামানো যাবে না'।
খবর রটেছিল যে, শনিবার আপ–ডাউন মিলিয়ে এক জোড়া নৈহাটি–ব্যান্ডেল, এক জোড়া শিয়ালদহ–শান্তিপুর, এক জোড়া শিয়ালদহ–রানাঘাট, এক জোড়া কল্যাণী সীমান্ত–নৈহাটি লোকাল বাতিল করা হয়েছে। আর ররিবার? ব্যান্ডেল: আপ 37521, 37523, 37525, 37527/ ডাউন 37522, 37524, 37526, 37528 শিয়ালদহ - কৃষ্ণনগর: আপ 31811, 31813 / আপ 31812, 31814 শিয়ালদহ – শান্তিপুর: আপ 31511, 31513 / ডাউন 31514, 31516 শিয়ালদহ – রানাঘাট: আপ 31611 / ডাউন 31614 নৈহাটি - কল্যাণী সীমান্ত: আপ 31191 শিয়ালদহ – কল্যাণী সীমান্ত: আপ 31311, 31313 / ডাউন 31314, 31316 রানাঘাট – নৈহাটি: আপ 31711 / ডাউন 31712।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)