কমলাক্ষ ভট্টাচার্য 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গতমাসে রবীন্দ্রসরোবরে দুর্ঘটনায় দুই ছাত্রের মৃত্যু ঘটেছিল। সরোবরে আপাতত বন্ধ রোয়িং প্রশিক্ষণ। এর মধ্যেই শ্রীনগরে ডাল লেকে ২৪ জুন থেকে শুরু হচ্ছে জাতীয় রোয়িং চাম্পিয়নশিপ। প্রশিক্ষণে ঘাটতি হয়েছে বাংলার ৩০ জন রোয়ারদের। তাই দুর্ঘটনার পর রোয়ার ছাত্রছাত্রীদের ভীতি কাটাতে এবং কোনও দুর্ঘটনা ঘটলে জীবন বাঁচানোর হাতেকলমে প্রশিক্ষণ চলছে ক্যালকাটা রোয়িং ক্লাবের সুইমিং পুলে। পুলিসের এবং কেএমডিএ'র 'এসওপি' মেনে এখনও প্রস্তুত নয় ক্লাবগুলি। লাইফ সেভিং বোটের ব্যবস্থা হলে তবেই সরোবরে ফের রোয়িং চালু হবে। জানাচ্ছেন ক্লাব কর্মকর্তারা।



রবিবার দু'দফায় চলে প্রশিক্ষণ। প্রথমে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে মনোবল বাড়ানোর কৌশল। এরপর পুলের জলে ল্যান্ড রোয়িংয়ে বোট উল্টে গেলে বোট ধরে ভেসে থাকার হাতে কলমে প্রশিক্ষণ। ছাত্রছাত্রী, ট্রেনার থেকে ক্লাব-- সব পক্ষই চাইছে এসওপি মেনে দ্রুত চালু হোক সরোবরে রোয়িং। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 


আরও পড়ুন: Suvendu Adhikari: "শুভেন্দু মানসিক রোগী, রাহুল সিনহা চুল আঁচড়ায় যেন যাত্রা পালার সখী", বেনজির কটাক্ষ কুণালের