ওয়েব ডেস্ক : প্রশিক্ষণ ছাড়া আর প্রাথমিকের টেট-এ বসা যাবে না। সিদ্ধান্ত নিয়ে নিল রাজ্য সরকার। আগামী সপ্তাহেই প্রাইমারি বোর্ডকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হবে বলে জানা গেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুধু তাই নয়, টেট-এ বসতে হলে প্রার্থীকে উচ্চমাধ্যমিকে অন্তত ৫০% নম্বর পেতেই হবে। অথবা তাঁকে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। এপ্রিল মাসের শেষে এই নিয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। NCTE গাইডলাইন মেনেই এই সিদ্ধান্ত তৈরি করা হয়েছে।


আরও পড়ুন, দরজা খুলছে ঐতিহ্যের বিজলি আর ছবিঘরের, সংস্কারের পর খুলবে মিনার'ও