ওয়ব ডেস্ক : উত্তর ভারতে ঘন কুয়াশার কারণেও দুর্ভোগে পড়েছেন দুরপাল্লার রেলযাত্রীরা। সঙ্গে যোগ হয়েছে অণ্ডালে মালগাড়ি লাইনচ্যুত হওয়ার ঘটনা। অস্বাভাবিক দেরিতে চলছে বিভিন্ন ডাউন ট্রেন। দিল্লি-হাওড়া দুরন্ত ১০ ঘণ্টা দেরিতে চলছে। ৩ ঘণ্টা দেরিতে চলছে ডাউন রাজধানী এক্সপ্রেস। ডাউন বিভূতি এক্সপ্রেস প্রায় ৯ ঘণ্টা লেটে চলছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- অন্ডালে লাইনচ্যুত মালগাড়ি, ১০ থেকে ১২ ঘণ্টা লেট চলছে বহু ট্রেন


শুধু তাই নয়, ৩ ঘণ্টা দেরিতে চলছে ডাউন দুন এক্সপ্রেস। ৭ ঘণ্টা দেরিতে ডাউন কালকা মেল। ডাউন মিথিলা, সরাইঘাট, দানাপুর, চম্বল এক্সপ্রেসও বেশ কয়েক ঘণ্টা লেটে চলছে। ডাউন ট্রেন দেরিতে আসায় আপ হাওড়া-দিল্লি পূর্বা এক্সপ্রেস সকাল ৮.১৫-র বদলে দুপুর ১.২৫-এ ছাড়বে। পরিবর্তন করা হতে পারে আরও কিছু ট্রেনেক সূচি।