ওয়েব ডেস্ক: সারদাকাণ্ডে অভিযুক্ত হওয়ার পরই জেল হেফাজতে তৃণমূলের হেভিওয়েট নেতা মদন মিত্র। কোর্টে বিরোধীদের 'প্রভাবশালী' তকমায় শেষ পর্যন্ত ইস্তফাও দিতে হয়েছিল মদন মিত্রকে। প্রথমে না নিলেও পরে মদন মিত্রের ইস্তফা গ্রহণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর বকলমে 'মন্ত্রী' মদনের পরিবহন দফতরের দেখভাল করেছেন তৃণমূল মন্ত্রীসভার আরেক মন্ত্রী অরূপ বিশ্বাস। এবার জেলে থেকেই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মদন মিত্র। কামারহাটিতে মানস মুখার্জির কাছে ৪ হাজারের একটু বেশি ভোটে হারেন 'প্রাক্তন মন্ত্রী'। এরপরই জল্পনা শুরু হয়, কে হবেন পরিবহন মন্ত্রী? কার ওপর দায়িত্ব দেবেন নেত্রী। রাজনৈতিক মহলে অরূপ বিশ্বাসের নামই বেশি আলোচনায় থাকলেও পরিবহন মন্ত্রী হলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।