কলকাতা: মদন মিত্র গ্রেফতারের প্রতি মুহুর্তের UPDATE।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

৫টা ০৫: মদনের জামিনের আবেদন খারিজ।


বিকেল ৫টা: ১৬ ডিসেম্বর পর্যন্ত CBI হেফাজতের নির্দেশ আদালতের।


৩টে ২৩: বাধা টপকে অবশেষে আদালতে পৌঁছলেন মদন। তাঁকে ঢোকানো হয়েছে কোর্ট লক-আপে।


৩টে ১১: আদালতে ঢুকতে বাধা মদন মিত্রকে। গাড়ি দেখে ছুটে আসে সমর্থকরা। ভাঙে ব্যারিকেড।


৩টে ০৫: আদালতে পৌঁছলেন মদন। বাইরে বিক্ষোভ। মমতার হুঙ্কার: CBI এক্তিয়ারের বাইরে কাজ করছে। অভিযোগ মমতার।  


২টো ৫৪: আদালতের কাছাকাছি পৌঁছলেন  মদন মিত্র।


২টো ৪৯: অনেকে চায় আপনাদের পোগ্রাম নষ্ট করে দেওয়ার।


২টো ৪৮: মদন মিত্রর পাশে মুখ্যমন্ত্রী। ময়দানে প্রতিবাদ মঞ্চে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী।MAMATA LIVE:  এটা সময়ের ডাক। সময় ছেড়ে কথা বলে না। মদন মিত্র গ্রেফতারে নিন্দায় মুখ্যমন্ত্রী। চুড়ান্ত বিশৃঙ্কলা ময়দানে।


২টো ২৭: সিজিও থেকে  রওনা মদনের। নিরাপত্তায় রয়েছে বিশাল পুলিস বাহিনী।


২টো ১৭: কিছুক্ষণের মধ্যেই সিজিও কম্পেক্লেক্স থেকে বের করা হবে মদন মিত্রকে। সেখানেও বিক্ষোভ তৃণমূল সমর্থকদের।


দুপুর ২টো ১৫: আদালতের বাইরে বিক্ষোভ তৃণমূলের।


১টা ০৯: মদনের গ্রেফতারের প্রতিবাদে আজ রাজ্য উত্তাল হওয়ার আশংকা।


১টা ০৮: মদনের গ্রেফতারের প্রতিবাদে বন্ধ গড়িয়া-যাদবপুর অটো রুট। বন্ধ রয়েছে যদুবাবুর বাজার।


১টা ০৭: কোন পথে মদন মিত্রকে আদালতে নিয়ে আসা হবে। তা নিয়ে উদবিগ্ন পুলিস।


দুপুর ১টা ৫: আলিপুর কোর্ট চত্বরে নিচ্ছিদ্র নিরাপত্তা। কাতারে কাতারে আসছেন মদন মিত্রর সমর্থকরা। আলিপুর কোর্টমুখী বেলভেরিয়া রোড ব্লক করে রেখেছে দলীয় সমর্থকরা।


মদন মিত্রের গ্রেফতারির প্রতিবাদে আজ ফের পথে নামছে তৃণমূল। দুপুরে ডোরিনা ক্রসিংয়ে সমাবেশের আয়োজন করা হয়েছে। সেখানে দলের সব নেতাদের থাকার নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী। এরপর হবে প্রতিবাদ মিছিল। সেই মিছিলে দলের কর্মী-সমর্থক ও নেতা-মন্ত্রীদের পাশাপাশি, সাধারণ মানুষকেও যোগ দিতে আহ্বান জানানো হয়েছে। কেন্দ্রের প্রতিহিংসামূলক আচরণে গ্রেফতার ক্রীড়ামন্ত্রী। অভিযোগ মুখ্যমন্ত্রীর। তাই মিছিলে থাকবেন খেলোয়াড়, যুবকেরা। দাবি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। ক্লাবগুলিকেও মিছিলে যোগ দিতে ডাক দিয়েছেন তিনি।