কলকাতা: এক টুইটেই মিলছে সাহায্য! সাংসদের কাছে পৌঁছতে হাজার কসরত করেও কোনও সদুত্তর পাওয়া যায় না! একের পর এক দিন কেটে যায়, কেবল নিরাপত্তার বেষ্টনীতেই আম আদমিদের থেকে হাজার মাইল দূরে থেকে যেতে হয় আম জনতাকে। একে চিঠি লেখা, তার কাছে যাওয়া, এই করেই দিনের পর দিন দুয়ারে দুয়ারে ঘুরে সময় কাটে, সাহায্য তো দূর, সাংসদের সঙ্গে দেখাই হয় না সাধারণের। 'প্রটোকলের কল' ভেঙে সাহায্যের আর্জি জানাতে বঙ্গ পাবলিক এবার টুইটারের দ্বারস্থ। ফলও মিলেছে হাতে নাতে। সাহায্যের আর্জি জানিয়ে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদকে টুইট করেছেন রাজদ্বীপ, পাল্টা সাহায্যের হাতও বাড়িয়ে দিলেন তৃণমূল যুবনেতা। 'টাকা ছাড়া মায়ের ডেথ সার্টিফিকেট দিচ্ছে না কেএমসি, আপনার সাহায্য চাই', সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টুইট করেছিলেন কলকাতার আইটি কর্মী রাজদ্বীপ। পাল্টা টুইটে অভিষেক জানিয়ে দিলেন, "অনুগ্রহপূর্বক আপনার যোগাযোগের মাধ্যম আমাকে দিন। আমার অফিস থেকে আপনাকে যোগাযোগ করা হবে এবং যথা সম্ভব সাহায্যের চেষ্টা করা হবে"। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 





এমন ঘটনা ব্যতিক্রম ভাবলেই ভুল হবে। এক ঘণ্টার মধ্যেই মুখ্যমন্ত্রীর ভাইপো'র কাছে আরও একটি সাহায্যের আর্জি আসে টুইটারেই। "মায়ের চিকিৎসার জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন, আপনার সাহায্য চাই," এই টুইটেও জবাব দেন অভিষেক। তিনি রিটুইট করে জানান," আপনার অ্যাপলিকেশন সহ সমস্ত মেডিক্যাল নথি আমাকে পাঠান। আমি সর্বতভাবে চেষ্টা করব। মায়ের খেয়াল রাখুন"।