নিজস্ব প্রতিবেদন: প্রতিবেশীদের সঙ্গে অশান্তির জেরে প্রাণ গেল দেড় বছরের এক শিশুর। জানা গিয়েছে, দুই পরিবারের ঝামেলার সময় ৫ তলার ওপর থেকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেওয়া হয় দুই শিশুকে। ঘটনাটি ঘটেছে, বড়বাজার থানা এলাকার ১১৩জি এন এস সি রোড এলাকায়। পরিবার সূত্রে খবর, এদের মধ্যে একজনের বয়স দেড় বছর, অন্যজন ৩ বছরের। স্থানীয় সূত্রে খবর, একটি বাচ্চাকে ফেলে দেওয়ার সময় সে রেলিং ধরে ঝুলে পড়ে। অন্য দু-জন মাটিতে পড়ে যায়। একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। দু-জনকে হাসপাতালে নিয়ে গেলে দেড় বছরের শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অন্যজনের অবস্থা আশঙ্কাজনক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: বাড়ির সামনে থেকে উধাও SSKM ডিনের বলেরো, স্কুলবাড়িতে গাড়ি লুকিয়েছিল চোর


পুলিস সূত্রে খবর, এই এক শিশুর বাবার নাম বিক্রম সাউ, অন্য শিশু দুজন তাঁরই ভাই-এর ছেলে। অভিযোগ, প্রতিবেশীর দুই বাচ্চাকে ছুঁড়ে ফেলেন অভিযুক্ত গুপ্তা। প্রতিবেশী গুপ্তার সঙ্গে সাউ পরিবারের অনেকদিনের ঝামেলা চলছিল বলেই খবর। ঘটনার পরই উত্তেজনা ছড়ায় স্থানীয়দের মধ্যে। উত্তেজিত বাসিন্দারা অভিযুক্ত গুপ্তার ওপর চড়াও হয়। পুলিস এলে তাঁদের সঙ্গেও ধস্তাধস্তি বাঁধে। শেষে গুপ্তাকে আটক করে নিয়ে যায় পুলিস। স্থানীয়দের দাবি গুপ্তার মানসিক অবস্থা স্থিতিলীল নয়।