অয়ন ঘোষাল: এক ঢিলে দুই পাখী মারা। এই বছরের একুশে জুলাই কোলকাতায় এসে বাণিজ্যে মন দিলেন দুই তৃণমূল সমর্থক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কোচবিহারের দিনহাটা থেকে সোমবার বিধাননগরের সেন্ট্রাল পার্কের হ্যাঙ্গার ছয়ে ঘাঁটি গেড়েছেন বছর পঞ্চাশের বিনয় সেন। দিনহাটা বাজারের কাছে বাসস্ট্যান্ড মোড়ে তাঁর পানের দোকান। 


গোটা পরিবার নিয়ে প্রায় দিন ছয়েকের জন্য কলকাতা সফরে এসেছেন তিনি। নেত্রীর ভাষণ তো শুনবেনই কিন্তু পুরপুরি বন্ধ করা যাবে না ব্যবসা। কলকাতা সফরের জন্য ছয়দিন বন্ধ রাখতে হবে দোকান। 


লোকসান করার বদলে তাই রাশি রাশি পান বস্তায় বেঁধে সঙ্গে নিয়ে এসেছেন বিনয় সেন। ছয় নম্বর হ্যাঙ্গারের পাশে রমরম করে চলছে তার পানের কারবার। মিঠা পান, সাদা পান, জর্দা পান বিক্রি হচ্ছে হট কেকের মত। সঙ্গে বাড়তি পাওনা কোচবিহারের ছাঁচি সুপুরি। 


আরও পড়ুন: 21 July TMC Shahid Diwas: সমর্থকদের জন্য জায়ান্ট স্ক্রিন-স্বেচ্ছাসেবক, শেষধাপে একুশে জুলাইয়ের প্রস্তুতি


একই পথের পথিক তুফানগঞ্জ মহকুমার উজ্বল দাস। তার হরেক মাল দশ টাকা। সব বাড়িতে নিজের হাতে বানানো। আছে বাদাম, ছোলা, মোটর, কমলা আম ও ঝাল লজেন্স। তিনি শুধু সেন্ট্রাল পার্কের শিবির নয়, কাল সকালেই তিনি ঝুলি নিয়ে চলে যাবেন ধর্মতলায়। একটাই আশা ভালো বিক্রি হবে কাল।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)