Kolkata Death: খাস কলকাতায় এবার বজ্রাঘাতে মৃত্যু ২ মহিলার!
এদিন বিকেলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হল কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই। আগামী ৭২ ঘণ্টার মধ্যে বর্ষা প্রবেশ করতে পারে উত্তরবঙ্গে!
মৈত্রেয়ী ভট্টাচার্য: বৃষ্টি হলেই বজ্রপাত, মৃত্যু! হাসপাতালে নিয়ে গিয়ে শেষরক্ষা হল না। প্রাণ গেল ২ জনের। আহত আরও ২। এবার খাস কলকাতায়। ঘটনাস্থল, ইএম বাইপাস লাগোয়া ধাপা।
অস্বস্তিকর গরম থেকে মুক্তি অবশেষে। নামল তাপমাত্রার পারদ। এদিন বিকেলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হল কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই। আগামী ৭২ ঘণ্টার মধ্যে বর্ষা প্রবেশ করতে পারে উত্তরবঙ্গে! পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
জানা গিয়েছে, বিকেলে যখন বৃষ্টি হচ্ছিল, তখনই ধাপার মাঠে ময়লা তুলে গিয়েছিলেন ৪ জন। বজ্রাঘাতে গুরুতর হন তাঁরা। ২ জনকে নিয়ে যাওয়া হয় কলকাতার এনআরএস হাসপাতালে। তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
এর আগে, বাঁকুড়ায় তৃণমূলের সভায় যোগ দিতে এসে বজ্রাঘাতে মৃত্যু হয় ১ জনের। আহত হন কমপক্ষে ৫০ জন! কীভাবে? তখনও সভা শুরু হয়নি। বৃষ্টি নামে বাঁকুড়ার ইন্দাস থানার আশিনপুরে। দলের সভার যোগ দিতে এসেছিলেন বহু তৃণমূলকর্মী-সমর্থকরা। বৃষ্টির নামতেই তাঁরা যে যার মতো আশ্রয় নেন। সভাস্থলেই কাছে বটগাছের তলায় চলে যান অনেকেই। আর সেই গাছেই বাজ পড়ে! নিচে যাঁরা দাঁড়িয়ে ছিলেন, তাঁরা সকলেই মাটিতে লুটিয়ে পড়েন।