নিজস্ব প্রতিবেদন : করোনার জেরে শিক্ষাবর্ষ কি বদলে যাবে? এমন একটা প্রশ্ন ঘিরে জল্পনা চলছেই। জানা যাচ্ছে, সেপ্টেম্বর থেকে শিক্ষাবর্ষ ধরে নিয়ে কলেজগুলিকে এগোনোর প্রস্তাব দিয়েছে ইউজিসি। সূত্রের খবর এমনটাই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সূত্রের খবর, অগাস্টে দেশের সব কলেজ, বিশ্ববিদ্যালয় খুলবে বলে জানিয়েছে ইউজিসি। নতুন ক্লাস শুরু হবে সেপ্টেম্বরে। সেজন্য অগাস্টের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে, এমনভাবে পরিকল্পনা করার জন্য কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিকে বলেছে ইউজিসি।


আরও জানা যাচ্ছে, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের যাঁরা ফাইনাল সেমেস্টারের পরীক্ষার্থী, তাদের পরীক্ষা জুলাইতে করার ব্যাপারে প্রস্তাব দিয়েছে ইউজিসি। সেইমতো পরিকল্পনা করতে বলা হয়েছে। অন্যদিকে যাঁরা, ইন্টারমিডিয়েট স্তরে আছে, মানে যাঁরা কলেজ পড়ুয়া, তাঁদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলিকে নিজের মতো করে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছে ইউজিসি।


প্রসঙ্গত, ইতিমধ্যেই শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, "ইউজিসি কী প্রস্তাব দেয় দেখব। আমাদের রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলি কী বলছে। তা দেখব। সবটা দেখে তাদের সুবিধা বিচার করেই সিদ্ধান্ত নেওয়া হবে।


আরও পড়ুন, সোমবার থেকে রাজ্যের গ্রিন জোনে চালু হচ্ছে বাস-ট্যাক্সি, আর কীসে কীসে ছাড় দেখে নিন