কলকাতা: পুলিসের লাঠির জবাব দিতে আজ ফুল হাতে পথে নেমেছিলেন বাম ছাত্র-যুবরা। ধর্মতলায় লাঠিচার্জের প্রতিবাদে অবরোধের সময় এদিন পুলিসের হাতে গোলাপ তুলে দেন তাঁরা।  তাতেও অবশ্য দমেনি পুলিস। আজও লাঠি চলে বাম ছাত্র যুবদের উপর ।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বৃহস্পতিবারের পুলিসি লাঠি চার্জের প্রতিবাদে শুক্রবার রাজ্য জুড়ে আন্দোলনে নামে বামপন্থী ছাত্র যুব সংগঠন গুলি।


সেখানেই অভিনব প্রতিবাদ।


ছাত্র যুবরা লাঠির জবাব দিলেন গোলাপ ফুলে।


একই ছবি দেখা গেল যাদবপুরেও।  সেখানেও পুলিসের হাতে ধরানো হল গোলাপের তোড়া।


তবে এসবের পরও দমেনি পুলিস। শুক্রবারও লাঠি চলল প্রতিবাদ, অবরোধে।


লাঠিচার্জের প্রতিবাদে জারি থাকছেআন্দোলন।  শনিবার বিকেলে ফের পথ অবরোধ করবেন তাঁরা। সোমবার ডাক দেওয়া হয়েছে পেন ডাউনের । আর রবিবার  ফের ফুল হাতে সব থানায় যাবেন তারা। সিনেমার মুন্নাভাইয়ের মতোই।  গান্ধীগিরি চালিয়ে যাবেন বামপন্থী ছাত্র যুবরা।