শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: পুজো মিটলেই কল লেটার পাবেন চাকরিপ্রার্থীরা। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে এবার আপার প্রাইমারিতে নিয়োগের সিদ্ধান্ত নিল স্কুল সার্ভিস কমিশন(SSC)। শূন্যপদের সংখ্যা ১৪,৩৩৯। '৬ নভেম্বর থেকে শুরু হবে কাউন্সেলিং' জানালেন এসএসসির চেয়ারম্যান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:   Justice Abhijit Gangopadhyay: 'বিশ্বভারতীর উপাচার্যকে পদ থেকে অবিলম্বে অপসারণ করা উচিত'


নিয়োগ কবে? পুজোর মুখে প্রথমে সল্টলেক, তারপর কালীঘাটে বিক্ষোভ দেখিয়েছিলেন আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা। তাদের দাবি, '২০১৪ সাল থেকে আমরা ভুগছি। ২০১৫ সালের পরীক্ষার্থী আমরা। ২০১৯-এ একবার ইন্টারভিউ দিয়েছি। এই সরকারের দুর্নীতির দায়ে আমাদের সেই প্যানেল বাতিল হয়েছে। দ্বিতীয়বার ২০২১ সালে ইন্টারভিউ দেওয়ার পর আদালতের নির্দেশে আমরা আবার প্যানেলভুক্ত হয়েছি। কাউন্সেলিংয়ের নির্দেশ নিতে কমিশন কিছুতেই আদালতে যাচ্ছে না'। অবশেষে কাটতে চলেছে জট।


আজ, মঙ্গলবার আপার প্রাইমারিতে নিয়োগ মামলা শুনানি ছিল হাইকোর্টে। চাকরিপ্রার্থীদের কাউন্সেলিং শুরু করার নির্দেশ দিয়েছে  বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ।  আদালতের নির্দেশ ছাড়া অবশ্য নিয়োগপত্র দেওয়া যাবে না।



আরও পড়ুন:  SC On Same-Sex Marriage: 'সমপ্রেম সমস্ত মানুষের স্বাধীনতার অধিকার', সুপ্রিম রায়ে বিপ্লবের শুরু দেখছেন মদন


২০১১ সালের পর রাজ্য়ে আপার প্রাইমারিতে নিয়োগ হয়নি। কমিশন সূত্রে খবর, মূল মেধাতালিকায় নাম রয়েছে  ৯ হাজার চাকরিপ্রার্থীর। সঙ্গে হাজার চারেক চাকরিপ্রার্থীর ওয়েটিং লিস্টও। মূল মেধাতালিকা অনুযায়ী প্রথমে কাউন্সেলিং হবে। তারপর যদি পদ খালি থাকে, সেক্ষেত্রে সুযোগ পাবেন ওয়েটিং লিস্ট থাকা চাকরিপ্রার্থীরা। নয়া নিয়মে চাকরিপ্রার্থীদের নিয়োগপত্র দেবে সংশ্লিষ্ট স্কুলের পরিচালন সমিতি।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)