জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাত সকালেই চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। সল্টলেকের আচার্য সদনের সামনে বসে পড়লেন আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা। বিক্ষোভ ঘিরে তুমুল উত্তেজনা ছড়াল আচার্য সদনের সামনে । বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে তোলে পুলিস। চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তুলতে দেখা যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সাত সকালেই অতর্কিতে সল্টলেকে আপার প্রাইমারির চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। নিয়োগের দাবিতে চাকরিপ্রার্থীরা বিক্ষোভ দেখান সল্টলেকের আচার্য সদনের সামনে। আর কোনও মৌখিক প্রতিশ্রুতি নয়। অবিলম্বে চাকরিতে নিয়োগ করতে হবে।  এই দাবি সামনে রেখেই বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা। হাতে প্ল্যাকার্ড, এমনকি সঙ্গে থালা হাতে হাজির হন চাকরিপ্রার্থীরা। 


প্রবেশ গেট খুলে আচার্য সদনের সামনে ঢোকারও চেষ্টা করেন। সেইসময় আচার্য সদনে নিরাপত্তারক্ষীরা সংখ্যায় কম ছিলেন। বিক্ষোভের খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিসের বিশাল বাহিনী। পুলিস আসতেই বিক্ষোভকারীদের হঠানোর চেষ্টা করেন। তখন পুলিসের সঙ্গে কার্যত ধস্তাধস্তি বেঁধে যায় পুলিসের। শেষে চাকরিপ্রার্থীদের কার্যত টেনে হিঁচড়ে তুলে দেওয়া হয়।  


শুধু সল্টলেকের আচার্য সদনের সামেনই নয়, এদিন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা হাজরাতেও বিক্ষোভ দেখায়। যতীন দাস মেট্রোয় শুয়ে পড়ে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। একজন প্রার্থী অসুস্থও হয়ে পড়েন। তাঁকে স্ট্রেচারে করে বাইরে নিয়ে আসা হয়। চাকরিপ্রার্থীদের অভিযোগ, 'চাকরির জন্য ১০ বছর ধরে দরজায় দরজায়, রাস্তায় রাস্তায় ঘুরছি।'


আরও পড়ুন, Nusrat Jahan: 'ডাইভারশন অফ ফান্ড' ফিনান্সিয়াল ক্রাইম! দায় এড়াতে পারেন না নুসরত...


Mamata On Nusrat: অভিযোগ প্রমাণের আগেই অভিযুক্ত? নুসরতের পাশে মমতা!



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)