নিজস্ব প্রতিবেদন: বরোধী প্রার্থীকে তীর্যক কটাক্ষ পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের। রবিবার বিরোধীদের নিয়ে প্রশ্ন করলে বিরোধীদের বেঁধেন তিনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



ফিরহাদ বলেন, 'কে যেন সিপিএমের থেকে দাঁড়িয়েছে? কে তুমি নন্দিনী আগে তো দেখিনি। তাকে তো দেখা যায় না। ভোট এলে দেখা মেলে।' এর পরই ফিরহাদের আক্রমণ, 'এরপর কোনও ফরেন মাল আসবে। আনবে, এই কেন্দ্রে। বিজেপি হয়তো আনবে।' 


লক্ষ্য অবাঙালি ভোটার, হোলির অনুষ্ঠানে সামিল হচ্ছেন মমতা


দক্ষিণ কলকাতা কেন্দ্রে কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায়কে প্রার্থী করেছে তৃণমূল। বিরোধী প্রার্থী সিপিএমের নন্দিনী মুখোপাধ্যায়। পেশায় অধ্যাপিকা নন্দিনী সিপিএমের মহিলা ব্রিগেডের অন্যতম মুখ। এই আসনে বিজেপিও কোনও হেভিওয়েটকেই প্রার্থী করবে বলে জল্পনা।  
ইতিমধ্যেই দক্ষিণ কলকাতায় প্রচারে ঝড় তুলেছেন নন্দিনী। সিপিএমের মিটিং, মিছিল, দেওয়াল লিখনে সেজে উঠছে দক্ষিণ কলকাতা। পিছিয়ে নেই তৃণমূল প্রার্থী মালা রায়ও।