নিজস্ব প্রতিবেদন: কয়লাকাণ্ডে সিবিআই-এর রাডারে আরও এক ব্যবসায়ী। গতকাল বাড়িতে গিয়েছিল, আজ ব্যবসায়ী রনধীন বার্নোওয়ালকে নিজাম প্যালেসে তলব করেছে সিবিআই। আজ ১১টার সময় তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানেই তাঁকে আরও একদফা জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর। গতকালই এই ব্যবসায়ীর বাঁশদ্রোণীর বাড়িতে যায় কেন্দ্রীয় গোয়েন্দা দল। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজ ফের জিজ্ঞাসায় কয়লাকাণ্ডে আরও সূত্র মিলতে পারে বলে খবর। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভোটের মুখে কয়লাকাণ্ডের কিনারায় তৎপর সিবিআই। গতকাল থেকেই বড়সড় অভিযানে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ED) এবং সিবিআই (CBI)। কলকাতায় (Kolkata) ছেয়ে যায় ইডির টিম। সঙ্গে ৮০ জন আধাসেনা। লালা (lala) ঘনিষ্ঠ সুবাস অর্জুনের অফিসের হানা। কয়লাকাণ্ডে (Caol smuggling) অভিযানে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। জানা গিয়েছে, পাচারের টাকা যেত  কয়েকজন সিনিয়র পুলিস অফিসারের কাছে। টাকা থাকত ব্যবসায়ীর কাছে। অভিযোগ পেয়েই বাঁশদ্রোণীতে রণধীর বার্নোয়ালের বাড়িতে পৌঁছয় গোয়েন্দারা। 


কলকাতা (Kolkata), দুর্গাপুর (Durgapur) এবং আসানসোল (Asansol), পুরুলিয়া (Purulia), হলদিয়া(Haldia)-সহ মোট ১৬টি জায়গায় অভিযান চলছে। ওই সব এলাকার কয়েকজন ব্যবসায়ী এবং কয়লা পাচারে মূল অভিযুক্ত অনুপ মাঝি (Anup Maji) ওরফে লালা ঘনিষ্ঠ ব্যক্তিদের বাড়িতে হানা দিয়েছেন তদন্তকারী অফিসার। রাজ্য জুড়ে এই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন দিল্লি (Delhi) থেকে আসা অফিসাররা।