নিজস্ব প্রতিবেদন: ভাবতেই পারছেন না কলকাতা শহরে এমন অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে তাঁকে। গতকালের রাতের বিভীষিকার কথা স্মরণ করতে দিয়ে ঊষসী সেনগুপ্ত মনে করছেন, শহরের প্রাণকেন্দ্রে গাড়িতে হামলা করছে। ভয়ডর নেই দুষ্কৃতীদের। একইসঙ্গে পুলিসের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন মিস ইন্ডিয়া ইউনিভার্স। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গতকাল মধ্যরাতে কলকাতায় ঊষসী সেনগুপ্তকে নিগৃহীত করে বাইকবাহিনী। এমনকি তাঁর বাড়ি পর্যন্ত তারা তাড়া করে বলে অভিযোগ। ঊষসীর উবের চালককে মারধর করা হয়। তাঁর ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিস। অভিযুক্তরা হল, শেখ রোহিত, ফরদিন খান, শেখ সাবির আলি, শেখ গনি, ইমরান আলি, শেখ ওয়াসিম ও শেখ আতিফ।  



জি ২৪ ঘণ্টায় প্রাক্তন মিস ইন্ডিয়া ইউনিভার্স বলেন,''আমাদের চেজ করেছিল। আমার কিছুই হতো না। আমার চালককে মারধর করা হচ্ছিল। চুপচাপ বসে থাকতে পারতাম না''। 


তবে ঊষসী অবাক হয়েছেন, যেভাবে ভয়ডরহীনভাবে শহরের প্রাণকেন্দ্রে দাপিয়ে বেড়াল দুষ্কৃতীরা! তাঁর কথায়, আমার শহরে এটা হতে পারে না। এটা পুলিসি পদক্ষেপের বিষয় নয়। বরং শহরের প্রাণকেন্দ্রেই ভয়ডর ছাড়াই হামলা করল দুষ্কৃতীরা। সবকিছু এত সহজ হল কীভাবে? পুলিস তখনই অ্যাকশন নিলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হত না। 


এমন পরিস্থিতির মুখে আগে পড়েননি বলেও জানান সুপার মডেল। বলেন, আমি গাড়িতেই বসে থাকতে পারতাম। তবে উবের চালককে হেনস্থা করছে ওরা। সে কারণে বেরিয়ে এলাম। সমাজের অংশ হিসেবে প্রতিবাদটা হওয়া দরকার। অনেক ছোটবেলা থেকে কাজের জন্য রাতের দিকে বাড়ি ফিরতে হয়। অন্যরা এসবের মুখে পড়েছে শুনেছি। কিন্তু নিজের এমন অভিজ্ঞতা হয়নি। ঠিক কী হয়েছিল ঊষসীর সঙ্গে? বিস্তারিত জানতে পড়ুন- রাতের কলকাতায় বিভীষিকা, এক্সাইডে নিগৃহীত প্রাক্তন মিস ইন্ডিয়া ইউনিভার্স ঊষসী সেনগুপ্ত