নিজস্ব প্রতিবেদন:  মাধ্যমিক কোনও পরীক্ষার্থীর  বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বরে অস্বাভাবিক তারতম্য থাকলে এবার থেকে তা  ফলপ্রকাশের আগেই  মধ্যশিক্ষা পর্ষদের অটোচেকিংয়ের গ্রাহ্য হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



আগে এক্ষেত্রে পরীক্ষার্থীকে ৬৩০ নম্বর পেতে হত, কিন্তু এবার থেকে ৬১০ নম্বর পেলেই এই নিয়মের আওতা.য় পড়বে পরীক্ষার্থী। আগামী বছরের মাধ্যমিক পরীক্ষায় এই নিয়ম চালু হয়ে যাবে। নয়া নিয়ম চালু করল মধ্যশিক্ষা পর্ষদ।


মাদ্রাসা বিতর্কে বিধানসভায় ঝড়, কেন্দ্রের রিপোর্টে সরব কংগ্রেস


এতদিন কোনও পরীক্ষার্থীর যদি পাঁচটি বিষয়ে  ৯০ পায় ও একটি বিষয়ে ৭০-এর কম পায়, এবং ওই পরীক্ষার্থীর মোট প্রাপ্ত নম্বর ৬৩০ হলে, তার খাতা অটো চেকিংয়ের গ্রাহ্য হত।  কিন্তু এবার  মোট প্রাপ্ত নম্বর ৬১০ হলেই তার বিভিন্ন বিষয়ে নম্বরে অস্বাভাবিক ফারাক থাকলে, খাতা অটো চেকিংয়ের গ্রাহ্য হবে। সেক্ষেত্রে ফলপ্রকাশের পর ওই ছাত্রীকে আবেদন করতে হবে না। ২০২০ সালের মাধ্যমিকে এই নিয়ম কার্যকর হতে চলেছে। পরীক্ষার খাতা দেখা নিয়ে একাধিক ভুল ত্রুটির অভিযোগ কমানো নিয়ে সক্রিয় পর্ষদ ।