#উৎসব: এতগুলি পুজো উদ্বোধন করলাম কেউ এক কাপ চা দেয়নি, আক্ষেপ Mamata-র
এই পাড়ায় একটা সময় স্কুলে পড়াতেন বলে জানালেন মমতা (Mamata Banerjee)।
নিজস্ব প্রতিবেদন: কার্যত কোনও উদ্যোক্তাদেরই অনুরোধ ফেরাননি। একের পর এক পুজো উদ্বোধন করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার ভবানীপুরের ৭৬ পল্লীতে গিয়ে মমতার আক্ষেপ, এতগুলি পুজো উদ্বোধন করলাম কেউ এক কাপ চা দেয়নি। আজকে এরা আমায় এক কাপ চা দেবে বলেছে। আমি খুব খুশি।
এক মণ্ডপ থেকে আর এক মণ্ডপ- টানা পুজো উদ্বোধন করে চলেছেন মমতা (Mamata Banerjee)। সে কথা মনে করিয়ে মুখ্যমন্ত্রী বলেন,'আমার গলা শুকিয়ে গিয়েছে। আর কখন থেকে করছি বলুন তো! অন্তত ১০০টি প্যান্ডেল ঘোরা হয়ে গেল। কাল অনেকে দিতে চেয়েছিল। কিন্তু একটা জায়গায় খেয়েছিলাম। পরশু আমাদের কেউ দেয়নি। ওদেরও দোষ নেই। আমরা টাইম পাই না।'' ঘরের মেয়ে হিসেবেই চা চেয়ে নিয়েছেন মুখ্যমন্ত্রী। সহাস্যে তিনি বলেন,''আজকে তোমরা চা দিয়েছো। এটা আমার নিজের পাড়া। নিজের পাড়ার মেয়ে হিসেবে চেয়ে খাচ্ছি।''
এই পাড়ায় একটা সময় স্কুলে পড়াতেন বলে জানালেন মমতা (Mamata Banerjee)। তাঁর স্মৃতিচারণা,''আপনারা জানেন এই পাড়ার অলিগলি আমি সব চিনি। এখানে ছোটবেলায় স্কুলে চাকরি করতাম। ছোটদের পড়াতাম। আমার অনেক ছাত্রছাত্রী আছে এই পাড়ায়।''
এখানে তেলেভাজার কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়,''আপনাদের এখানে ভালো তেলেভাজা পাওয়া যায়। রাস্তার ওই দোকানগুলিতে। কলেজ, স্কুলে যাওয়ার সময় তেলেভাজা খেতে আসতাম।''
আরও পড়ুন- Tripura-য় CPM বসে পড়েছে, কংগ্রেস অস্তিত্বহীন, ভোট নষ্ট না করার বার্তা Abhishek-র
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)