`কড়া বিধিনিষেধ`-এ টিকাকরণ চালু থাকবে, যানবাহনেও ছাড় থাকবে, জানাল নবান্ন
টিকাকরণ জরুরি পরিষোর আওতায় পড়ছে।
নিজস্ব প্রতিবেদন- রাজ্যে কার্যত লকডাউন ঘোষণা হয়েছে। এই মুহূর্তে টিকাকরণ নিয়ে প্রশ্ন সকলেরই। টিকাকরণ কি আদৌ চালু থাকবে? টিকাকরণ চালু থাকলেও টিকাকরণ কেন্দ্রে মানুষ যাবেন কীভাবে? জানা যাচ্ছে, করোনা পরিস্থিতিতে কড়াকড়ি জারি থাকলেও চালু থাকবে টিকাকরণ। কারণ, টিকাকরণ জরুরি পরিষোর আওতায় পড়ছে। তাই টিকাকরণ কেন্দ্রগুলি খোলা থাকবে। তবে যাঁরা টিকা নিতে যাবেন, কেন্দ্রে পৌঁছনোর ব্যবস্থা তাঁদের নিজেদেরই করতে হবে।
আরও পড়ুন: Vaccine নিলেও এই নিয়মগুলি মানুন, কেন্দ্রের Chief Scientific Advisor-এর কড়া সতর্কতা
রাজ্যে ট্রেন পরিষেবা আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার নবান্ন থেকে প্রকাশিত নির্দেশিকায় বাস, মেট্রো, অটো, ট্যাক্সি চলাচলও বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত না থাকলে ব্যক্তিগত গাড়ি নিয়ে বেরোতেও বারণ করা হয়েছে। তবে টিকাকেন্দ্রে টিকা নিতে যাওয়ার জন্য যানবাহনে ছাড় দেওয়া হয়েছে। এমনকি নিজের গাড়ি নিয়েও টিকাকেন্দ্রে যেতে পারবেন মানুষ। ট্যাক্সি, অটো বা গাড়ি ভাড়া করেও যাওয়া যাবে, তবে করোনা বিধি মেনে মাস্ক পরা এবং শারীরিক দূরত্ব বজায় রাখা জরুরি। টিকাকেন্দ্র বাড়ির কাছে হলে হেঁটেই যেতে পারবেন সাধারণ মানুষ। প্রশাসন সবরকমের সাহায্য করবে লে জানা গিয়েছে।