ওয়েব ডেস্ক: দিনে তাণ্ডব বেসরকারি হাসপাতাল CMRI-তে। রাতে অশান্তি সরকারি হাসপাতাল SSKM-এ। জুনিয়র ডাক্তারদের নিগ্রহের অভিযোগে গতকাল রাতে উত্তাল হয়ে উঠল SSKM। একইসঙ্গে ফের সামনে এল সক্রিয় দালালচক্রের অভিযোগ। (রোগী মৃত্যু ঘিরে ধুন্ধুমার একবালপুর CMRI, অবরোধ ডায়মন্ডহারবার রোড)



গতকাল ডিমেনসিয়ায় আক্রান্ত জগাছার দিলীপ মুখার্জিকে এমার্জেন্সিতে আনা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় বেড নেই। এরপরই নেতা-মন্ত্রীদের নাম করে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে রোগীর বাড়ির লোকজনের বিরুদ্ধে। দালালের মাধ্যমে ভর্তির চেষ্টাও হয়। অভিযোগ, বাধা দিলে অন ডিউটি এক জুনিয়র ডাক্তারকে বেধড়ক মারধর করা হয়। খবর পেয়ে বাকি জুনিয়র ডাক্তাররা জড়ো হন। তাঁরা ১ জনকে ধরে ফেলেন। চলে মারধর। পরে পুলিস এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে। হাসপাতালে দালালচক্র বন্ধের দাবিতে গভীর রাত পর্যন্ত বিক্ষোভ দেখান জুনিয়র ডাক্তাররা।