কয়েকদিন ধরেই আর্জি জানাচ্ছিলেন ছাত্রছাত্রীদের কাছে। আর্জি সমাবর্তনে যোগ দেওয়ার জন্য। অথচ আজ সমাবর্তনের প্রথম পর্যায় শেষ হতেই রাজ্যাপালের সঙ্গে বেরিয়ে যান উপাচার্য। পরে ফেরেননি বিশ্ববিদ্যালয়ে। বাড়িতেই ছিলেন বাকি দিনটা। কিন্তু কেন চলে গেলেন মাঝপথে? উঠছে প্রশ্ন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সমাবর্তনের প্রথম পর্যায়ে দেখা গিয়েছিল তাকে।  এরপর বেরিয়ে গিয়েছিলেন। আর দেখা মেলেনি উপাচার্য অভিজিত চক্রবর্তীর। কেন গোটা অনুষ্ঠানে দেখা গেল না উপাচার্যকে। ক্যান্টিনে লাঞ্চ করতে যাচ্ছেন এমনটাই বলে গিয়েছিলেন সহকর্মীদের। সেই যে গেলেন, আর এলেন না। সমাবর্তনে উপাচার্যের এই আংশিক উপস্থিতি এককথায় নজিরবিহীন, বলছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাই।


বিকেল চারটে। সল্টলেকের সিই ব্লকে উপাচার্য অভিজিত চক্রবর্তীর বাড়িতে  আমরা। নিরাপত্তা রক্ষী আমাদের প্রতিনিধিকে জানালেন, বাড়িতেই রয়েছেন উপাচার্য। ফোনেও বেশকয়েকবার যোগাযোগের চেষ্টা করা হয়। ফোন ধরেন নি উপাচার্য।  এর আগে সমাবর্তন সফল করতে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন বেশ কয়েকবার। সেই তিনিই সমাবর্তন ছেড়ে চলে গেলেন মাঝপথে। কিন্তু কেন? প্রশ্ন থেকেই গেল।