নিজস্ব প্রতিবেদন: লোকসভা ভোটের পর আরও একবার হিন্দুত্বের অস্ত্রে শান দিতে চলেছে গেরুয়া শিবির। বাংলায় বিজেপি ১৮টি আসন জেতার পর আত্মবিশ্বাস আরও বেড়ে গিয়েছে সঙ্ঘ-সহ অন্যান্য হিন্দুত্ববাদী সংগঠনগুলির। আর সে কারণে জন্মাষ্টমী উপলক্ষে 'মেগা উদযাপন' পরিকল্পনা করেছে বিশ্ব হিন্দু পরিষদ। রাজ্যে দেড় হাজার জায়গায় জন্মাষ্টমী উদযাপন করতে চলেছে তারা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাম নবমীতে বাংলায় অস্ত্র নিয়ে মিছিল করে বাংলায় হিন্দুত্বের শক্তি দেখিয়েছিল গেরুয়া শিবির। সেই হিন্দুত্বের হাওয়াতেই বাংলায় প্রান্তিক শক্তি বিজেপি এখন বিরোধী দল। লোকসভা ভোটে তারাই পেয়েছে ১৮টি আসন। আর ভোটের পর জন্মাষ্টমীতে আরও একবার হিন্দুত্বের আবেগ জাগিয়ে তোলার সুযোগ পাচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ। তার উপরে প্রেক্ষাপটও অনুকূল। সেই সুযোগেই রাজ্যজুড়ে দেড় হাজার অনুষ্ঠান আয়োজন করতে চলেছে ভিএইচপি। সংগঠনের মুখপাত্র সৌরিশ মুখোপাধ্যায়ের কথায়, 'গতবারের চেয়েও এবার বেশি সাড়া পাচ্ছি। দেড় হাজার অনুষ্ঠান করব। পাঁচশোটি শোভাযাত্রাও হবে রাজ্যজুড়ে।'  খাস কলকাতাতেও ভিএইচপি বর্ণাঢ্য শোভযাত্রা করতে চলেছে বলে জানিয়েছেন সৌরিশ মুখোপাধ্যায়।         



শুধু নাম-সংকীর্তনই নয়, কৃষ্ণ সাজো প্রতিযোগিতা, মহিলাদের ডান্ডিয়া নাচও থাকছে। আয়োজনের দায়িত্বে বিশ্ব হিন্দু পরিষদের মহিলা শাখা দুর্গাবাহিনী। সবমিলিয়ে জন্মাষ্টমীকে সামাজিক উতসবের চেহারা দিয়ে হিন্দুত্বের হাওয়া জোরদার করাই লক্ষ্য। 


বিজেপি আয়োজনের দায়িত্বে সরাসরি নেই। কিন্তু তারাও ওতপ্রোতভাবে জড়িয়ে গোটা কর্মকাণ্ডের সঙ্গে। গোটা রাজ্যেই বিজেপি নেতাদের দেখা যাবে জন্মাষ্টমীর উদযাপনে। রবীন্দ্র যুবক সঙ্ঘের একটি অনুষ্ঠানে থাকবেন খোদ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। 



২০২১ সালে রাজ্যে ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে বিজেপি। আর এবারের লোকসভা ভোটের ফলেই স্পষ্ট, মেরুকরণ ফায়দা তুলেছে বিজেপি। জন্মাষ্টমীর মতো উতসবকে সামনে রেখে গেরুয়া শিবিরের সংগঠনকে বলীয়ান করাই যে লক্ষ্য, তা বলাই বাহুল্য।


আরও পড়ুন- কাক কা-কা ডাকছে না, চিদম্বরমের গ্রেফতারিতে 'প্রতিবাদী' কবিতা মমতার