দলে সিমির ইমরান ও ফিরহাদের মতো লোক থাকায় এনআরসি-র বিরোধিতা করছেন মমতা: ভিএইচপি
রাজ্যে শুরু থেকেই এনআরসি-র বিরোধিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব প্রতিবেদন: মমতা বন্দ্যোপাধ্যায় কেন নাগরিকপঞ্জীর বিরোধিতা করছেন? প্রশ্ন তুলল বিশ্ব হিন্দু পরিষদ। তাদের বক্তব্য, সাংবিধানিক পদে বসে এমনটা বলতে পারেন না রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিন ভিএইচপি-র আন্তর্জাতিক সাধারণ সম্পাদক মিলিন্দ পারান্ডে জানান, কোনও হিন্দু দেশের বাইরে থাকবে না।
রাজ্যে শুরু থেকেই এনআরসি-র বিরোধিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিকবার মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন, পশ্চিমবঙ্গে কোনওভাবেই এনআরসি হবে না। তিনি থাকতে এনআরসি চালু করতে দেবেন না। মমতার বিরোধিতা সংবিধানের পরিপন্থী বলে মনে করেন ভিআইচপি নেতা মিলিন্দ পারান্ডে। তাঁর কথায়, ''হিন্দু দেশের বাইরে যাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় কেন এনআরসি-র বিরোধিতা করছেন? সাংবিধানিক পদে বসে এমনটা বলতে পারেন না।''
মিলিন্ড পারান্ডের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে সিপিএম সভাপতি ইমরান ও ববি হাকিমের মতো লোক আছে বলেই এনআরসি-র বিরোধিতা করছেন। সে কারণে এসব বলছেন মমতা। তাঁর অভিযোগ, প্রাকৃতিক বিপর্যয়ে নথি খোয়া যাবার কথা আগাম বলে আসলে ভুয়ো ভোটারদের ভোটার তালিকায় নাম তোলার রাস্তা বাতলে দিচ্ছেন মমতা।
এনআরসি নিয়ে গোটা রাজ্যে ভিএইচপি প্রচার করবে বিশ্ব হিন্দু পরিষদ। বাড়ি বাড়ি যাবেন সংগঠনের সদস্যরা। এনআরসি নিয়ে অপপ্রচার চলছে বলেও দাবি করেছে ভিএইচপি। তাদের বক্তব্য, রোহিঙ্গারা এদেশের নাগরিক নয়। এনআরসি-র জন্য কেউ মারা যায়নি।
আরও পড়ুন- আপনি সাক্ষাৎ ভগবানের রূপ, হাউস্টনে মোদীকে দেখে আবেগতাড়িত কাশ্মীরি পণ্ডিতরা