Hanuman Jayanti: হনুমান জয়ন্তীতে রাজ্যেজুড়ে ৭০০টি প্রার্থনাসভা করবে বিশ্ব হিন্দু পরিষদ....
হাইকোর্টের নির্দেশে হনুমান জয়ন্তীতে রাজ্যে মোতায়েবন ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। `রাজ্য পুলিসে আস্থা নেই আদালতের`, কটাক্ষ শুভেন্দুর।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাত পোহালেই হনুমান জয়ন্তী। রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষায় যখন কড়া পদক্ষেপ করে নবান্ন, তখন কর্মসূচিতে কাটছাঁট করতে নারাজ বিশ্ব হিন্দু পরিষদ। আগামিকাল, বৃহস্পতিবার বাংলায় পাঁচশোরও বেশি প্রার্থনাসভার আয়োজনের পরিকল্পনা করেছে তারা।
প্রথমে হাওড়া, তারপর রিষড়া। রামনবমীর মিছিল কেন্দ্র করে অশান্তি ছড়িয়েছিল রাজ্যে। হাওড়ার ঘটনায় যখন উদ্বেগ প্রকাশ করেছিলেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তখন দার্জিলিং সফর কাটছাঁট করে রিষড়ায় পৌঁছে গিয়েছিলেন রাজ্যপাল। কেন এমন পরিস্থিতি? রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে কেন্দ্র।
আগামীকাল, বৃহস্পতিবার হনুমান জয়ন্তী। হিংসা বন্ধে রাজ্যকে এবার কর্তব্য স্মরণ করাল কলকাতা হাইকোর্ট। কীভাবে? হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ডিভিশন বেঞ্চের নির্দেশ,'প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী সাহায্য নিক রাজ্য'। শুধু তাই নয়, আদালতের নির্দেশমতো ইতিমধ্যেই কলকাতা, চন্দননগর ও ব্য়ারাকপুরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: Governor CV Ananda Bose: 'যেকোনও ধরনের পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত'
এদিকে হাইকোর্টের নির্দেশের পর রাজ্য সরকারকে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেন, 'রাজ্য পুলিসে আস্থা নেই আদালতের। এটা পুলিসমন্ত্রীর ব্য়র্থতা'।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)