নিজস্ব প্রতিবেদন: গত বেশ কয়েক বছর ধরে হাইপারটেনশন, অ্যাসমা ও কিডনির অসুখে ভুগছিলেন। করোনায় প্রয়াত হলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস-প্রেসিডেন্ট স্বামী শিবমায়ানন্দ মহারাজ। ভক্তদের কাছে রণেন মহারাজ নামে পরিচিত ছিলেন তিনি। টুইটে শোকপ্রকাশ করলেন রাজ্য়পাল জগদীপ ধনখড়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঠের তরফে এক বিবৃতি জানানো হয়েছে, জ্বর ও হাল্কা শ্বাসকষ্টের উপর্সগ ছিল। ২২ মে স্বামী শিবমায়ানন্দকে ভর্তি করা হয় হাসপাতালে। সেদিনই তাঁর করোনা পজিটিভ রিপোর্ট আসে। শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল ক্রমশই। ভেন্টিলেশনে ছিলেন ছিয়াশি বছরের প্রবীণ এই সন্ন্য়াসী। এদিন রাত ৯.০৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্ট।



 



১৯৩৪ সালে বিহারে জন্ম স্বামী শিবমায়ানন্দের। রামকৃষ্ণ মঠে যোগ দিয়েছিলেন ১৯৫৯ সালে। ঠিক দশ বছর পর, ১৯৬৯ সালে সন্ন্য়াস নেন তিনি। সাঁতরাগাছি, রহড়া, কাটিহার সহ মঠের একাধিক শাখার কাজ করেছিলেন স্বামী স্বামী শিবমায়ানন্দ। ২০১৭ সালে রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন এই সন্ন্যাসী। স্রেফ রাজ্যই নয়, তাঁর মন্ত্রশিষ্যরা ছড়িয়ে রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে।