নিজস্ব প্রতিবেদন: রাজ্য পুলিসে বড়সড় রদবদল। কলকাতার নয়া পুলিস কমিশনার (Commissioner of Police, Kolkata) হলেন বিনীত গোয়েল (Vineet Kumar Goyel)। এতদিন রাজ্য পুলিসের STF-এর এডিজি পদে কর্মরত ছিলেন তিনি। এর আগে কলকাতার পুলিস কমিশনার (Commissioner of Police, Kolkata) ছিলেন সৌমেন মিত্র (Soumen Mitra)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

CID-র পাশাপাশি একই সঙ্গে এসটিএফ-এরও দায়িত্ব সামলাবেন জ্ঞানবন্ত সিং (Gyanwant Singh)। কলকাতা পুলিসের অ্য়াডিশানাল পুলিস কমিশনার হলেন প্রবীণ কুমার ত্রিপাঠী (Praveen Kumar Tripathi)। মালদহের নয়া পুলিস কমিশনার হলেন অমিতাভ মাইতি। মালদহের ডিআইজি হলেন অলোক রাজরিয়া।  


আলিপুরদুয়ারের নয়া পুলিস সুপার হলেন ওয়াই রঘুবংশী। জলপাইগুড়ির নয়া পুলিস সুপার ভোলানাথ পাণ্ডে। কালিম্পংয়ের নয়া পুলিস সুপার হলেন অপরাজিতা রাই। রাজ্য পুলিসের এসটিএফ-এর ডিসি হলেন হরিকৃষ্ণ পাই। রাজ্য ট্রাফিক পুলিসের নয়া ডিআইজি হলেন সুকেশ কুমার জৈন। 


আরও পড়ুন: UK flight Cancelled: বাতিল ব্রিটেন-কলকাতা সব উড়ান, করোনা বাড়তেই কড়া পদক্ষেপ রাজ্যের


আরও পড়ুন: Corona in KMC: কলকাতা কর্পোরেশনে কোভিডের থাবা, করোনা আক্রান্ত মেয়র পারিষদ স্বপন সমাদ্দর-সহ এক কর্মী


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)