যান্ত্রিক বিভ্রাট গার্ডেনরিচে, জলসঙ্কট দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায়
শনিবার রাতে গার্ডেনরিচ জল প্রকল্পের ফেজ ওয়ানের একটি পাম্পে বিস্ফোরণ হয়। জল থৈ থৈ হয়ে পড়ে গোটা এলাকা।
নিজস্ব প্রতিবেদন : বেনজির যান্ত্রিক বিভ্রাট দেখা দিল গার্ডেনরিচে। পাম্প বিভ্রাটের জেরে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় রবিবার সকাল থেকে ব্যপক জলসঙ্কটের আশঙ্কা দেখা দিয়েছে। যুদ্ধকালীন ভিত্তিতে মেরামতির কাজ শুরু হয়েছে সেখানে।
আরও পড়ুন- মেলেনি ফর্মালিন, কলকাতার চিকেনপ্রেমীদের জন্য সুখবর
জানা গেছে, শনিবার রাতে গার্ডেনরিচ জল প্রকল্পের ফেজ ওয়ানের একটি পাম্পে বিস্ফোরণ হয়। জল থৈ থৈ হয়ে পড়ে গোটা এলাকা। প্রায় ২০ ফুট জলে ডুবে যায় ওই ফেজের ৩টে পাম্প। ভোররাতে দমকলের তত্পরতায় পাম্প থেকে জল বেরিয়ে যাওয়া রোখা গেছে। তবে দমকল জানিয়েছে, ওই পাম্পগুলি কী অবস্থায় রয়েছে, জল না নামা পর্যন্ত তা বোঝা যাচ্ছে না। এখনও প্রায় ৬ ফুট জলে ডুবে রয়েছে পাম্পগুলি। কী থেকে এই বিপত্তি, খতিয়ে দেখছে পুরসভা। এই দুর্ঘটনার জেরে সকাল থেকে জল বন্ধ রয়েছে বেহালা মহেশতলা, পুজালি, বজবজ, টালিগঞ্জ ও যাদবপুরে। ঘটনাস্থলে হাজির থেকে পরিস্থিতি খতিয়ে দেখছেন মেয়র শোভন চট্টোপাধ্যায়।