ওয়েব ডেস্ক: বেহালা এখনও বেহাল। বৃষ্টির দুই দিন কাটার পরেও নামেনি জল। তার ওপর ফের নিম্নচাপের ভ্রুকুটি। সিঁদুরে মেঘ দেখছেন শিলপাড়ার বাসিন্দারা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেউ বলেন ঝিলপাড়া। কারও মতে জলপাড়া। বর্ষা এলেই বদলে যায় শিলপাড়ার নাম। প্রতি আষাঢ়ে কলকাতার বুকে জেগে ওঠে ভেনিস। অফিসযাত্রীদের পায়ে ওঠে গামবুট। পুরোটা ভেনিস নয়। এই জলে নৌকা চলবে না। তবে রিকশার পোয়াবারো। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আবার বৃষ্টি হবে। প্রজন্মের পর প্রজন্ম ধরে একই যন্ত্রনা। কবে বদলাবে দিন? অপেক্ষায় বেহালাবাসী।


সন্তোষপুরের প্রযোজক খুনে চাঞ্চল্যকর তথ্য