জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : বিধানসভায় অনুপস্থিতির নজির। বিধানসভার অধিবেশনে অনুপস্থিত প্রথম ৭ প্রশ্ন কর্তা বিধায়ক-ই। যা দেখে রীতিমতো ক্ষুব্ধ হলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্য়ায়। নজিরবিহীন ঘটনা! অতীতে যা নাকি কখনও হয়নি। যে একেবারে প্রথম ৭ প্রশ্ন কর্তা-ই অনুপস্থিত। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অনুপস্থিত বিধায়কদের মধ্যে ৩ জন তৃণমূলের বিধায়ক। বাকি ৪ জন বিরোধী বিধায়ক। তৃণমূলের অনুপস্থিত বিধায়কদের মধ্যে রয়েছেন দেবেশ মণ্ডল, অপূর্ব সরকার, রফিকুল ইসলাম মন্ডল। অতীতে এরকম কোনও দিন হয়নি, যখন বিধানসভার অধিবেশনে প্রথম ৭ প্রশ্নকর্তা অনুপস্থিত। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্পিকার বিমান বন্দ্যোপাধ্য়ায় বলেন, 'খুবই স্কেলিটন উপস্থিতি। বিশেষ করে ট্রেজারি বেঞ্চকে (সরকারি বেঞ্চ) বলব এটা কী? শাসক দলের চিফ হুইপ বা সরকার পক্ষের মুখ্য সচেতকও অনুপস্থিত!" 


এটা কেন এমন হবে? জানতে চান স্পিকার। বলেন, এটা দুর্ভাগ্যজনক। শেষমেশ অষ্টম প্রশ্ন কর্তাকে দিয়েই অধিবেশন শুরু করতে হয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে। অষ্টম প্রশ্ন কর্তা ছিলেন শওকত মোল্লা। উল্লেখ্য, এদিন বিধানসভায় একজন বিজেপি বিধায়কও ছিলেন না। শুভেন্দু অধিকারী এলেও, তিনি তাঁর নিজের ঘরেই ছিলেন। গতকালই তাঁকে সাসপেন্ড করা হয়।


আরও পড়ুন, JU Ragging: যাদবপুরের মেইন হস্টেলে ফের র‌্যাগিং! হস্টেল বদলের আবেদন পড়ুয়ার



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)