ওয়েব ডেস্ক : মান্নানকে হেনস্থার অভিযোগ। আজও উত্তপ্ত বিধানসভা। অধিবেশন বয়কট করে সকাল থেকে যৌথ বিক্ষোভে সামিল বাম ও কংগ্রেস। মিছিল করে বিধানসভা চত্বরে আম্বেদকর মূর্তির তলায় অবস্থানে সামিল হন বিরোধী বিধায়করা। পাশাপাশি সরকারি সম্পত্তি সংক্রান্ত বিলের তীব্র সমালোচনা করেন তাঁরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিধানসভা কাণ্ডের প্রতিবাদে পথে নামছে বাম ও কংগ্রেস। বিকেলে ধর্মতলা থেকে মৌলালি পর্যন্ত মিছিল করবেন বামেরা। মিছিলে থাকতে পারেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সহ বাম দলগুলির শীর্ষ নেতৃত্ব।  রাজভবন ও বিধানসভার সামনে মিছিল করবে যুব কংগ্রেস। মিছিলে থাকবেন ছাত্র ও মহিলারাও।


আজকের পর আগামিকালও বিক্ষোভ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন বিরোধীরা। আগামিকাল রাজ্য বিধানসভার সামনে ধরনায় বসবেন অধীর চৌধুরী।


আরও পড়ুন, সুজন চক্রবর্তীর 'বলপ্রয়োগের' অভিযোগ; পাল্টা হুঁশিয়ারি পার্থ চ্যাটার্জির