নিজস্ব প্রতিবেদন: কৈলাস বিজয়বর্গীয়র সুর অধীর চৌধুরীর গলায়। মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে 'নাটক' করেছেন বলে মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তাঁর কথায়, 'মানুষের আবেগ কাড়তে রাজনৈতিক ভণ্ডামি করছেন মমতা।'       


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তাঁকে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। অধীর চৌধুরী বলেন,'বাংলার পুলিসমন্ত্রী মমতা। তাঁর উপরে হামলা হচ্ছে, অথচ পুলিস থাকছে না। এটা বিশ্বাসযোগ্য? সারা নন্দীগ্রামজুড়ে মমতার জন্য নিরাপত্তার ব্যবস্থা ছিল। বাংলার পুলিসমন্ত্রীর উপরে হামলার সময় পুলিস নেই,  তাহলে সাধারণ মানুষের কী অবস্থা বোঝাই যাচ্ছে।'


নন্দীগ্রামে বেগতিক দেখেই মমতা নাটক করছেন বলে অভিযোগ করেছে বিজেপি। তাতে সুর মিলিয়েছেন অধীরও। প্রদেশ কংগ্রেস সভাপতির কথায়,'নন্দীগ্রামে দাঁড়াতে চাননি। ঘটনাচক্রে ফেঁসে গিয়েছেন। জালে ঘুঘু ফেঁসেছে। তাই রাজনৈতিক ভণ্ডামি করছেন। মানুষের আবেগ কাড়তে চাইছেন। মানুষ আহারে-উহুরে করতে থাকে তাই এই নাটক করেছেন।'


সন্ধেয় নন্দীগ্রামে আহত হন মমতা। তাঁকে গ্রিন করিডরে আনা হয় কলকাতায়। ভর্তি করা হয়েছে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে। মমতার চিকিৎসায় রাখা হয়েছে ৪ সদস্যের চিকিৎসক দল।