নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) অনুসরণ করেন। তাঁর কাজে অনুপ্রাণিত হয়েই বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত। গেরুয়া শিবিরে নাম লিখিয়ে জানালেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। একইসঙ্গে ঘুরিয়ে আসন্ন ভোটে প্রার্থী হওয়ার ইচ্ছাও ঘুরিয়ে প্রকাশ করেছেন অভিনেত্রী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এ দিন শ্রাবন্তী (Srabanti Chatterjee) সাংবাদিকদের বলেন, 'আমার নতুন পথচলা শুরু হল। এতদিন সিলভারস্ক্রিনে দেখেছেন সকলে। সবার ভালোবাসার মেয়ে হয়ে উঠেছি। যাঁরা আমায় ভালোবাসেন, এবার তাঁদের জন্য কিছু করব। মোদী'জিকে অনুসরণ করি। তাঁর প্রত্যেকটা বক্তব্য শুনে খুব ভালো লাগে। আমিও তাঁর হাত ধরে পাশে থেকে দেশের জন্য কিছু করতে চাই। বাবা সেনা অফিসার ছিলেন। বলতেন, শুধু রাজ্য নয়, দেশের জন্য তো তোকে কিছু করতে হবে। ছোটবেলা থেকে বাবার শিক্ষাই পেয়েছি। আপনাদের সমর্থন চাই।'  


এর আগে তৃণমূলের সভায় একাধিকবার দেখা গিয়েছিল শ্রাবন্তীকে (Srabanti Chatterjee)। ঘাসফুলে আপনার কি মোহভঙ্গ হল? অভিনেত্রীর কথায়,'আমি তৃণমূলে ছিলাম। তবে মোহভঙ্গ হয়নি। দেশ ও রাজ্যে পরিবর্তন আনছে বিজেপি। এবার সোনার বাংলা গড়ে তুলব।' 


দিন কয়েক আগে তৃণমূলে যোগ দিয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী। রাজের বিরুদ্ধে কি প্রার্থী হবেন? শ্রাবন্তীর (Srabanti Chatterjee) মন্তব্য,'আজ প্রথম দিন। কার বিরুদ্ধে দাঁড়াতে হবে, সেই সিদ্ধান্ত নেবে পার্টি। আমি এটাই বলতে চাই, দেশের জন্য কিছু করতে চাই।' 


টলিউডের একাধিক তারকা যোগ দিয়েছেন বিজেপিতে (BJP)। তাঁরা কি প্রার্থী হবেন? রাজ্যে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya) বলেন,'প্রার্থীতালিকা চূড়ান্ত করবে নির্বাচন কমিটি। নিশ্চিতভাবে কয়েকজন তো ভোটে লড়াই করবেন।'


আরও পড়ুন- বাংলায় ভোটের মুখে পঞ্জাবে নতুন 'চাকরি' Prashant Kishor-র