নিজস্ব প্রতিবেদন: প্রথম দফায় ভোটগ্রহণ শুরুর মুখে ফের 'বহিরাগত' নালিশ তৃণমূলের। এবার নড়চড়ে বসল কমিশন। নাকাবন্দি নির্দেশ দেওয়া হল নন্দীগ্রাম-সহ পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকায়। 'তৃণমূল কী বলছে, সেটা বিশ্বাস করার দিন পশ্চিমবঙ্গে শেষ হয়ে গিয়েছে', পাল্টা কটাক্ষ টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়ের (Babul Supriyo)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একুশের ভোটে (WB assembly election 2021) নজরে 'বহিরাগত'রা। স্রেফ প্রচারের হাতিয়ার নয়, প্রথম দফার ভোটের আগে ফের কমিশনের দ্বারস্থ তৃণমূল (TMC)। এদিন সকালে মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) অফিসের যান ডেরেক ও'ব্রায়েন (Derek O'Brien) ও কাকলী ঘোষদস্তিদার (Kakoli Ghosh Dastidar)। তাঁদের অভিযোগ, 'পটাশপুর, ভগবানপুর, খেজুরি, এগরা, নন্দীগ্রাম-সহ বিভিন্ন এলাকায় বাইরে থেকে দুষ্কৃতীদের জড়ো করা হয়েছে। এরা কেউ ওই এলাকার ভোটার নয়। কেন্দ্রীয় বাহিনী যথাযথভাবে কাজ করছে না। বড় রাস্তায় নাকা চেকিং চলছে, কিন্তু গ্রামের ভিতরে ঢুকছেন না জওয়ানরা'। মুখ্য নির্বচনী আধিকারিকের (CEO) কাছে সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছে রাজ্যের শাসকদল। এরপর বিকেলে 'বহিরাগত'দের খোঁজ করতে নন্দীগ্রাম-সহ ওইসব এলাকা নাকাবন্দির নির্দেশ দিল কমিশন। উল্লেখ্য, এর আগেও বহিরাগত ইস্যুতে কমিশনে অভিযোগ জানিয়েছিল তৃণমূল। 


আরও পড়ুন: WB Assembly Election 2021: আক্রান্ত Payel-এর প্রচার আধিকারিক; এই জন্যই মানুষ বদল চান, তোপ BJP প্রার্থীর


এদিকে দ্বিতীয় বার কমিশনের অভিযোগ দায়ের করার পর তৃণমূলকে পাল্টা কটাক্ষ করেছেন টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। তাঁর সাফ কথা, 'কেন্দ্রীয় বাহিনী কাজ করছে না মানে বহিরাগত নেই। থাকলে কাজ করত'। সঙ্গে যোগ করলেন, 'তৃণমূল কী বলছে, সেটা বিশ্বাস করার দিন পশ্চিমবঙ্গে শেষ হয়ে গিয়েছে। তৃণমূলের গল্প কেউ বিশ্বাস করবে না'।